PDA

View Full Version : শের-ই-বাংলা থেকে খোলা চিঠি


SMHasan
February 27, 2011, 02:51 AM
[বাংলা]
প্রিয় সবাই,

আমি জানি যে আয়ারল্যান্ড ম্যাচ এর উত্তেজনা অনেকখানি কমে এসেছে, কিন্তু তারপর ও আমি যে কিছু না লিখে পারছিনা!লিখব লিখব ভাবছিলাম কিন্তু অনেক কারণেই লেখা হয়ে উঠেনি আমার।আয়ারল্যান্ড ম্যাচ এর আগের রাত্রে টিকেট পাবো ভেবেছিলাম (সৌজন্য টিকেট), কিন্তু হাতে পেলাম ম্যাচের ঘন্টাখানেক আগে, আর তারপর যা প্রত্যাক্ষ করলাম তা তো ইতিহাস!

এমনিতে আয়ারল্যান্ডকে হারানো খুব বড় আনন্দের উপলক্ষ হওয়ার কথা নয়, কিন্তু খাদের কিনারা থেকে উঠে এসে যেভাবে আমরা ম্যাচটা জিতেছি- সেটাই বড় পাওয়া।সম্ভাব্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেলে যেরকম আনন্দ হয়, ওই হারা ম্যাচ যেতার পর আমাদেরও সেরকম আনন্দ হচ্ছিল। ২০০ রান করার পর ওই উইকেটে ম্যাচ জেতার স্বপ্ন দেখা অসম্ভব ছিল, কিন্তু আমরা যে বাংলাদেশি! আমাদের রক্তের প্রতিটা বিন্দুতেই যে আছে সংগ্রামের এক অনন্য ইতিহাস!

খুব আশা ছিল ২৬ হাজার মানুষের সাথে এক সুরে গলা মিলিয়ে গাইব 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি', কিন্তু পারিনি কারণ আমি মাঠে যেতে দেরি করে ফেলেছিলাম, তারপরও আমরা বাইরে থেকেই সুর মিলিয়ে গাইছিলাম......

হোম অফ ক্রিকেট-এ আমরা প্রথমে ভাল করলেও ব্যাটিং মড়ক থেকে রেহাই পাইনি সেদিনও, আর যার ফল হলো আমাদের ২০৫ রানের মামুলি সংগ্রহ। যখন ব্যাটিং এ বিপর্যয় চলছিল তখন যে কি কষ্ট লাগছিল তা বলে বোঝানো যাবেনা ভাই! মনে হচ্ছিল এত দিনের এত স্বপ্ন, আশা, আকাংক্ষা- সব মনে হয় মিথ্যে হতে চলেছে! অবশেষে আয়ারল্যান্ডের কাছে আবারো মাথা নত করতে হচ্ছে।

নাহ...সেরকম কোনো কিছু হয়নি। আয়ারল্যান্ডের কয়েকটি উইকেট পতনের পরেই ২৫ হাজার দর্শক জেগে উঠেছিল, অবশ্য তারা গর্জন করছিল পুরো ম্যাচজুড়েই। ওইদিন যে কি অবিশ্বাস্য রকমের গর্জন করছিলাম আমরা তা বোঝানো যাবেনা। আমি অনেক খেলা দেখেছি, দর্শকদের জাগিয়ে তোলার জন্য অনেক কিছু করেছি অনেক দিন, পুরো স্ট্যান্ড নেতৃত্ব দেয়ার চেষ্টা করেছি। কিন্তু শুক্রবারের সাথে কোনো কিছুর তুলনা হয়না। ওইদিন আয়ারল্যান্ডের ষষ্ঠ উইকেট পড়ার পর থেকে যেভাবে আমরা সবাই মিলে 'উইকেট' 'উইকেট' বলে কোরাস তুলছিলাম, সেরকম কোরাস আমাদের দেশে আর হয়েছে কি না তাতে সুন্দেহ আছে। ভেবে দেখুন যখন ২৬ হাজার দর্শক একসাথে 'উইকেট' 'উইকেট' বলছিল তখন কি উজ্জীবিত-ই না হচ্ছিল আমাদের ছেলেরা, কি অদ্ভূত পরিবেশই না ছিল সেখানে! শেষ দিকে আমরা 'জিতব জিতব' বলে কোরাস দিচ্ছিলাম আর আসলেই আমরা জিতে গিয়েছিলাম।আমার মনে হয় আমরা দর্শকরাই আমদের দেশকে জিতিয়ে দিয়েছি সেদিন। যখন মনে হচ্ছিল যে আমরা হেরে যাচ্ছি তখন ই আমরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধেই কোরাস দিচ্ছিলাম 'জিতব' 'জিতব' বলে। মৃত্যুপথযাত্রী অসহায় মানুষ যখন চেঁচিয়ে উঠে 'না' বলে, আমদের কোরাসগুলো কিন্তু অনেকটা সেরকম ছিল। অনেকটা রাজনৈতিক মিছিলের মত!একেবারে হাত উচিয়ে...মুষ্টিবদ্ধ করে সমস্বরে বলছিলাম 'জিতব জিতব' - মনের অজান্তেই, যদিও মনে হচ্ছিল আমরা হেরে যাচ্ছি!

আসলে আমাদের বুকপাঁজরে অনেক বিষবাষ্প জমা হয়েছিল এই দলের কাছে পূর্বে পরাজয়ের কারণে, আর সেদিনের জয়ের ফলে এখন আমরা আমরা অনেকটা নির্ভার, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। বিশ্বাস করবেন কিনা জানিনা কিন্তু জয়ের পরে আমি আমার বুকে হাত দিয়ে বলেছিলাম- 'Relieved'.

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব তো বলেই ফেললেন এরকম সমর্থন এর আগে বাংলাদেশ দল কখন-ই পায়নি। এবার যেন পুরো বাংলাদেশ দলের পেছনে আছে। ম্যাচ শেষে দর্শক সমর্থনের জবাব দিতে সাকিবসহ কয়েকজন তো ল্যাপ অফ অনার দিলেন।এরকম আবেগময় সময় খুব কম ই এসেছে আমাদের ক্রিকেটে।

আমার দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি, তাই আসুন আমরা সবাই মিলে নিজের দেশের পতাকা ওড়াই, নিজের দলকে সমর্থন দেই।

জানিনা কি হবে এই বিশ্বকাপে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে বিশেষ কোনো একটা কিছু ঘটবে এবার। আমি কিন্তু গৌরবের গন্ধ পাচ্ছি!আপনারা কি পাচ্ছেন?

ইতি,
হাসান

পুনশ্চঃ আমার গলা বসে গেছে, অফিসে এসেছি কিন্তু কোনো কথা বলতে পারছিনা! আগামী ম্যাচ এর টিকেট পেলেও দেখা হবে বলে মনে হচ্ছেনা।
[/বাংলা]

Download the audio clip of the Roar form here (http://www.enterupload.com/8q110vgp3zai/Roar_at_SBNS.wav.html) . Maximize your volume and listen to the clip, you will be amazed!

kalpurush
February 27, 2011, 02:57 AM
A masterpeice Hasan bhai - osadharon hoyechhe. Monta bhababegey apluto korey diyechhen bhai!!!

Amar mon-o bolchhe ebar amra onekdur jabo... :)

SMHasan
February 27, 2011, 03:24 AM
Thanks Kalpurush Bhai. Actually I am still feeling it...still feeling that we are shouting together. The way we shouted 'jitbo...jitbo' is still ringing in my ears. It was as if we, the supporters were playing the match in place of the cricketers.
[বাংলা]
যখন মনে হচ্ছিল যে আমরা হেরে যাচ্ছি তখন ই আমরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধেই কোরাস দিচ্ছিলাম 'জিতব' 'জিতব' বলে। মৃত্যুপথযাত্রী অসহায় মানুষ যখন চেঁচিয়ে উঠে 'না' বলে, আমদের কোরাসগুলো কিন্তু অনেকটা সেরকম ছিল। অনেকটা রাজনৈতিক মিছিলের মত!একেবারে হাত উচিয়ে...মুষ্টিবদ্ধ করে সমস্বরে বলছিলাম 'জিতব জিতব' - মনের অজান্তেই, যদিও মনে হচ্ছিল আমরা হেরে যাচ্ছি!
[/বাংলা]

babubangla
February 27, 2011, 03:27 AM
[বাংলা]
এই প্রথম একটা লেখা পেলাম যা পড়ে স্টেডিয়ামে সেদিনের প্রান স্পন্দনটা একটু স্পর্শ করতে পারলাম।
অসাধারণ!
[/বাংলা]

SMHasan
February 27, 2011, 03:46 AM
[বাংলা]
এই প্রথম একটা লেখা পেলাম যা পড়ে স্টেডিয়ামে সেদিনের প্রান স্পন্দনটা একটু স্পর্শ করতে পারলাম।
অসাধারণ!
[/বাংলা]

Babubangla Bhai, Funny thing was that whenever we had an Irish wicket we started our own version of 'Chicken Dance'! We had a group of 6/7 people and all of them were doing chicken Dance in circle! It was amazing.

By the way, I should have shared all these much before, but I was so tired.

Shaan
February 27, 2011, 04:09 AM
Thanks bro for sharig such a nice piece of writing which expressed feelings of so many Bangladeshis who were present in the stadium !!

irampool
February 27, 2011, 04:19 AM
Outstanding piece of writing! :)

Rabz
February 27, 2011, 04:22 AM
Thanks for sharing Hasan bhai.
Lucky you !!

reyme
February 27, 2011, 04:23 AM
Awesome!

SMHasan
February 27, 2011, 04:40 AM
Thanks bro for sharig such a nice piece of writing which expressed feelings of so many Bangladeshis who were present in the stadium !!

Outstanding piece of writing! :)

Thanks for sharing Hasan bhai.
Lucky you !!

Awesome!

Thank you all.

Did you watch the movie '300' ? In that movie the soldiers were shouting like 'huh' 'huh' 'huh' and the same way we shouted and cheered.We made an intimidating atmosphere which was amazing. Dhaka crowd got to be the most intimidating one in the world!

More from me coming....

Rabz
February 27, 2011, 04:46 AM
It wasn't our win that impressed me the most, it was our utter refusal to lose to a side we were expected to win. Thats how it should be.

Thats why I believe in this team.

ammark
February 27, 2011, 04:49 AM
Hasan bhai, pore khub bhalo laglo. Stadium'er oshadharon onubhuti amader shathe share korar jonno, antorik bhabe dhonnobad janai. :)

irampool
February 27, 2011, 04:56 AM
Thank you all.

Did you watch the movie '300' ? In that movie the soldiers were shouting like 'huh' 'huh' 'huh' and the same way we shouted and cheered.We made an intimidating atmosphere which was amazing. Dhaka crowd got to be the most intimidating one in the world!

More from me coming....

hahaha yeah man, I still keep missing the atmosphere that I used to get in each and every BD matches when I was in BD! Man, still when I wake up in the morning everyday, I keep remembering the memories of what I experienced at the gallery during ''BD vs Srilanka'' match back in Jan 2009 where Murali took the game away from us. I have hardly missed watching any of the Dhaka ODIs live at the stadium ever since BD got the test status. But that BD vs Sri match was really special indeed!

In that regard, I get it completely, how it would have felt to be present in this BD vs IRE match........man you people were lucky to the power of infinity!

Nafis 1718
February 27, 2011, 05:01 AM
Great article!!!Thnx for sharing it with us...

BANFAN
February 27, 2011, 05:05 AM
Nice

SMHasan
February 27, 2011, 05:25 AM
I have a clip of the roar, where we were shouting 'wicket' 'wicket'. And trust me this clip will stir you. It's gotta be.

Download the ROAR from here http://www.enterupload.com/8q110vgp3zai/Roar_at_SBNS.wav.html

It's 10 MB file. Make sure your pc volume is maximum. Remember that the lead vocal is myself :)

mac
February 27, 2011, 07:29 AM
Feeling jealous. Even after having a ticket I couldn't go because of crap exams. Missed the best match of the WC so far. TV te khela dekhe half moja o nai...ami 1000 other students der sathei dekhsi...But the feelings and emotions of witnessing a match in the stadium can't be compared with anything.

Ahmed_B
February 27, 2011, 09:42 AM
Masterpiece description... so vivid! :up:

al-Sagar
February 27, 2011, 10:02 AM
এক কথায় ... অসাধারণ

আশা করি সামনের খেলাগুলোতে কেউ না কেউ এমন অভিজ্ঞতা পাবে

ialbd
February 27, 2011, 11:21 AM
দারুন লিখেছেন হাসান ভাই। মঠে খেলা দেখার উত্তেজনা একটু হলেও পেলাম।

Go Tigers, Go Tiger Fans.....

bdtiger
February 27, 2011, 01:25 PM
Thanks Hasan Bhai. Apnar lekha pore mathe jawar jonno khub ichcha hochche. Shundor likhechen.

Nocturnal
February 27, 2011, 02:04 PM
Darun laglo lekhata - Hasan bhai :)

BanCricFan
February 27, 2011, 04:07 PM
Great read. Wish I was there, bro!

SMHasan
February 28, 2011, 01:04 AM
[বাংলা]
সবাইকে অনেক ধন্যবাদ প্রশংসার জন্য। আসলে এটা আমার বড় পাওয়া যে আমরা সেদিনের জয়ে একটু হলেও অবদান রেখেছি। আমার সাথে ছিল আমার ভাগ্নে, বয়স তার ১৪। জাতীয় সংগীত গাওয়ার সময় আমরা বাইরে ছিলাম, আর সে আমাকে বারবার বলছিল 'মামা, চলনা ভেতরে যাই'। কিন্তু যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল ভিড়ের কারনে। আমরা বাইরে থেকেই সবাই একসাথে জাতীয় সংগীত গাইছিলাম। এটা ছিল অপূর্ব এক অভিজ্ঞতা।

ভেবে দেখুন জেতার জন্য কতটুকু ব্যাকুল হলে মানুষ জোর করে সমস্বরে গর্জন করে। অবিশ্বাস্য!

[/বাংলা]

Sohel
February 28, 2011, 01:05 AM
Deeply moving. Thank you SM Hasan :)

Tigers_eye
February 28, 2011, 01:14 AM
aro lagbo. poran purey nai re bhaidi.

auntu
February 28, 2011, 03:38 AM
[বাংলা]ধন্যবাদ হাসান ভাই। সুন্দর লেখা। [/বাংলা]

SMHasan
March 1, 2011, 06:22 AM
aro lagbo. poran purey nai re bhaidi.

Deeply moving. Thank you SM Hasan :)

[বাংলা]ধন্যবাদ হাসান ভাই। সুন্দর লেখা। [/বাংলা]

Thank you all.

Yesterday I was watching a program on Bangla Vision may be and Akram Khan was saying that supporters had contributed a lot on that win and if the cricketers had contributed 80 % then it was 20% from the supporters.

I think we never showed so much love for our team, we never cared so much or even if we cared we didn't or couldn't show it.

May be this is our time to show the world....

Naimul_Hd
March 1, 2011, 12:52 PM
Here is another VDO that i had recorded during Ireland match. :) People were celebrating Nail O'Brain's Wicket ! :)

<object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/3dGDQn8bhRE?version=3"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/3dGDQn8bhRE?version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"></object>

roman
March 1, 2011, 01:09 PM
Darun lekhuni. Amra jara desh er baire thaaki tara apnar chomotkar lekha pore kisu ta holeo stadium e boshe khela dekhar shaad nite parbo.
Apnar kaas theke aro chomotkar lekha pabar prottasha roilo :)

kalpurush
March 1, 2011, 01:24 PM
I have a clip of the roar, where we were shouting 'wicket' 'wicket'. And trust me this clip will stir you. It's gotta be.

Download the ROAR from here http://www.enterupload.com/8q110vgp3zai/Roar_at_SBNS.wav.html

It's 10 MB file. Make sure your pc volume is maximum. Remember that the lead vocal is myself :)
Hasan bhai, is it possible to download it to youtube please? I have failed to find the video in the attached clip!

Much thanks :)

SMHasan
March 2, 2011, 04:14 AM
Darun lekhuni. Amra jara desh er baire thaaki tara apnar chomotkar lekha pore kisu ta holeo stadium e boshe khela dekhar shaad nite parbo.
Apnar kaas theke aro chomotkar lekha pabar prottasha roilo :)

Thanks!

Hasan bhai, is it possible to download it to youtube please? I have failed to find the video in the attached clip!

Much thanks :)

To be honest it's a audio clip bhai! Don't have any video for it. Could you play the audio?