PDA

View Full Version : দেশি কোচদের দুঃখের দিন শেষ হলো বলে


nakedzero
July 11, 2011, 01:15 PM
[বাংলা]বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কর্মরত স্থানীয় কোচরা বৈষম্যের যন্ত্রণায় দহন হচ্ছেন যেদিন থেকে চাকরি নিয়েছেন। বিদেশি কোচদের সঙ্গে বেতন বৈষম্য। বাড়তি সুযোগ সুবিধা নেই। উৎসব পার্বনে বিসিবির অন্য কর্মকর্তা কর্মচারিদের বোনাস দেওয়া হলেও কোচদের বেলায় ঠনঠনা। চুক্তিভিত্তিক নিয়োগের খেসারত গুণছেন স্থানীয় কোচরা।

স্থানীয় কোচদের দুঃখের দিন বোধহয় শেষ হতে চলেছে। প্রস্তাবিত বেতন কাঠামো বোর্ড পরিচালকরা অনুমোদন দিলে বিসিবিতে কাজ করেও সম্মানজনক বেতন পাবেন দেশের কোচরা।

নতুন বেতন কাঠামো করা হচ্ছে তিনটি ক্যাটাগরিতে। জাতীয় পর্যায়ের কোচ, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের কোচ। অনূর্ধ্ব-১৯, ‘এ’ দল, একাডেমিসহ জাতীয় দল এবং বয়সভিত্তিক দল নিয়ে যারা কাজ করবেন তাদের নূন্যতম বেতন ৭০ থেকে ৮০ হাজারের মধ্যে। বিভাগীয় পর্যায়ে বিসিবির নিয়োগকৃত কোচদের বেতন ধরা হবে ৫০ থেকে ৬০ হাজার এবং জেলা পর্যায়ের কোচদের সবচেয়ে কম বেতন হবে ৩০ থেকে ৪০ হাজার টাকা। কোচদের এখনই খুশি হওয়ার কিছু নেই। প্রস্তাবিত বেতন নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হলেই যে অনুমোদন পাবে, তার নিশ্চয়তা কোথায়। পরিচালকদের আত্মীস্বজনের মধ্যে যদি কেউ বিসিবিতে কোচের চাকরি করেন, তবে আলোচনা জোরালো হতে পারে। তা না হলে অনেক কাটাছেড়ার পর যা দাঁড়াবে তাতে দীর্ঘশ্বাস আরো ভারি হয়ে যেতে পারে।

যদিও বিসিবির প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ স্বপ্ন দেখছেন দেশের কোচদের জন্য সুযোগ সুবিধা বাড়াতে সক্ষম হবেন। প্রস্তাবিত বাজেটে খুব বেশি কাটাছেড়া করা হবে না বলে মনে করেন তিনি,“সব কোচ বিদেশ থেকে আনা সম্ভব নয়। আমাদের কোচদেরকে গড়ে তুলতে হবে। বেতন ভালো পেলে স্থানীয়রা তৈরি হওয়ার পর বিদেশে চলে যাবে না। প্রস্তাবিত বেতন কাঠামো বোর্ড মিটিংয়ে তুলে ধরা হবে। আশা করি খুব বেশি কাটছাট হবে না।”

বিসিবি সিইও জানান, জাতীয় পর্যায়ের কোচ হতে লেভেল থ্রি কোচেস কোর্স করা থাকতে হবে। আঞ্চলিক পর্যায়ের জন্য লেভেল থ্রি অথবা লেভেল টু। জেলা পর্যায়ের জন্য লেভেল টু অথবা লেভেল ওয়ান কোচেস কোচ করা হতে হবে।[/বাংলা]


SOURCE (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=833cc7b10966fa0202801496bffcc b37&nttl=2011071108000248713&toppos=2)

Banglaguy
July 11, 2011, 01:17 PM
Good to see back up players getting a salary now instead of just being payed when they play

MarufH
July 11, 2011, 01:19 PM
[বাংলা]বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কর্মরত স্থানীয় কোচরা বৈষম্যের যন্ত্রণায় দহন হচ্ছেন যেদিন থেকে চাকরি নিয়েছেন। বিদেশি কোচদের সঙ্গে বেতন বৈষম্য। বাড়তি সুযোগ সুবিধা নেই। উৎসব পার্বনে বিসিবির অন্য কর্মকর্তা কর্মচারিদের বোনাস দেওয়া হলেও কোচদের বেলায় ঠনঠনা। চুক্তিভিত্তিক নিয়োগের খেসারত গুণছেন স্থানীয় কোচরা।

স্থানীয় কোচদের দুঃখের দিন বোধহয় শেষ হতে চলেছে। প্রস্তাবিত বেতন কাঠামো বোর্ড পরিচালকরা অনুমোদন দিলে বিসিবিতে কাজ করেও সম্মানজনক বেতন পাবেন দেশের কোচরা।

নতুন বেতন কাঠামো করা হচ্ছে তিনটি ক্যাটাগরিতে। জাতীয় পর্যায়ের কোচ, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের কোচ। অনূর্ধ্ব-১৯, ‘এ’ দল, একাডেমিসহ জাতীয় দল এবং বয়সভিত্তিক দল নিয়ে যারা কাজ করবেন তাদের নূন্যতম বেতন ৭০ থেকে ৮০ হাজারের মধ্যে। বিভাগীয় পর্যায়ে বিসিবির নিয়োগকৃত কোচদের বেতন ধরা হবে ৫০ থেকে ৬০ হাজার এবং জেলা পর্যায়ের কোচদের সবচেয়ে কম বেতন হবে ৩০ থেকে ৪০ হাজার টাকা। কোচদের এখনই খুশি হওয়ার কিছু নেই। প্রস্তাবিত বেতন নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হলেই যে অনুমোদন পাবে, তার নিশ্চয়তা কোথায়। পরিচালকদের আত্মীস্বজনের মধ্যে যদি কেউ বিসিবিতে কোচের চাকরি করেন, তবে আলোচনা জোরালো হতে পারে। তা না হলে অনেক কাটাছেড়ার পর যা দাঁড়াবে তাতে দীর্ঘশ্বাস আরো ভারি হয়ে যেতে পারে।

যদিও বিসিবির প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ স্বপ্ন দেখছেন দেশের কোচদের জন্য সুযোগ সুবিধা বাড়াতে সক্ষম হবেন। প্রস্তাবিত বাজেটে খুব বেশি কাটাছেড়া করা হবে না বলে মনে করেন তিনি,“সব কোচ বিদেশ থেকে আনা সম্ভব নয়। আমাদের কোচদেরকে গড়ে তুলতে হবে। বেতন ভালো পেলে স্থানীয়রা তৈরি হওয়ার পর বিদেশে চলে যাবে না। প্রস্তাবিত বেতন কাঠামো বোর্ড মিটিংয়ে তুলে ধরা হবে। আশা করি খুব বেশি কাটছাট হবে না।”

বিসিবি সিইও জানান, জাতীয় পর্যায়ের কোচ হতে লেভেল থ্রি কোচেস কোর্স করা থাকতে হবে। আঞ্চলিক পর্যায়ের জন্য লেভেল থ্রি অথবা লেভেল টু। জেলা পর্যায়ের জন্য লেভেল টু অথবা লেভেল ওয়ান কোচেস কোচ করা হতে হবে।[/বাংলা]


SOURCE (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=833cc7b10966fa0202801496bffcc b37&nttl=2011071108000248713&toppos=2)

I like this initiative. This will help us build strong bench.

deshimon
July 11, 2011, 01:25 PM
Really amusing initiative. If we want to develop our cricket, off course, we have to utilise correctly our coaches and ex-cricketers.

bdtiger
July 11, 2011, 06:08 PM
well done! Plz don't bring any coach from India/ Pak.

bujhee kom
July 11, 2011, 11:24 PM
Heheheh bhais I am sorry to laugh....but Ek thread-e amra sunchee [বাংলা] "দেশি কোচদের দুঃখের দিন শেষ হলো..."[/বাংলা] ....Kintoo ...Odikey Arek thread-e bolchey "Deshi Coachder Chakuri Gelo....[বাংলা]জাতীয় দলে সহকারী কোচের পদ বিলুপ্ত[/বাংলা]!"

nakedzero
July 11, 2011, 11:49 PM
সুখ দুঃখ সব এক-ই সূতায় গাঁথা থাকার কথা ছিল, হুমম !!

AhmedN
July 12, 2011, 07:14 PM
Heheheh bhais I am sorry to laugh....but Ek thread-e amra sunchee [বাংলা] "দেশি কোচদের দুঃখের দিন শেষ হলো..."[/বাংলা] ....Kintoo ...Odikey Arek thread-e bolchey "Deshi Coachder Chakuri Gelo....[বাংলা]জাতীয় দলে সহকারী কোচের পদ বিলুপ্ত[/বাংলা]!"
:floor::floor::floor::floor:

BANFAN
July 13, 2011, 05:47 AM
Good initiative. Lets see if these ideas are implemented & managed properly.

WarWolf
July 13, 2011, 09:06 AM
[বাংলা]

বিসিবি সিইও জানান, জাতীয় পর্যায়ের কোচ হতে লেভেল থ্রি কোচেস কোর্স করা থাকতে হবে। আঞ্চলিক পর্যায়ের জন্য লেভেল থ্রি অথবা লেভেল টু। জেলা পর্যায়ের জন্য লেভেল টু অথবা লেভেল ওয়ান কোচেস কোচ করা হতে হবে।[/বাংলা]

source (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=833cc7b10966fa0202801496bffcc b37&nttl=2011071108000248713&toppos=2)
[বাংলা]আমাদের জাতীয় দলের কোচের লেভেল থ্রি সার্টিফিকেট নাই। আমি তাকে ছোট করে এই পোষ্ট লিখছি না। আমার কথার উদ্দেশ্য হলো লেভেল থ্রি সার্টিফিকেশন একমাত্র মাপকাঠি হতে পারে না। [/বাংলা]

BANFAN
July 26, 2011, 01:29 AM
[বাংলা]আমাদের জাতীয় দলের কোচের লেভেল থ্রি সার্টিফিকেট নাই। আমি তাকে ছোট করে এই পোষ্ট লিখছি না। আমার কথার উদ্দেশ্য হলো লেভেল থ্রি সার্টিফিকেশন একমাত্র মাপকাঠি হতে পারে না। [/বাংলা]

Level three is not the only criterion, it is the basic qualifications requirement. But then he needs to compete with other applicants who meet the basic qualification requirements.