PDA

View Full Version : রবীন্দ্র জয়ন্তী করি কেনো?


SH Anik
May 8, 2019, 03:35 AM
“মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"

যার দান করা ৬০০ একর জমির উপর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েটের মতো দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে। অথচ তাঁর মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোন দোয়ার আয়োজন করা হয়নি। করা হয়নি কোনো স্মৃতিচারণামূলক অনুষ্ঠান। অন্যদিকে তৎকালীন সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধীতার কথা কমবেশি সবারই জানা।

রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন-দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসবসহ আরো অনেক অায়োজন ধুমধামের সাথে পালন করা হয়।

আর যে বঙ্গসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার সেই নবাব স্যার সলিমুল্লাহকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনাতো দূরের কথা নামটাও জানেনা। আমরা এতোটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে!

আমি রবীন্দ্রনাথ মানি না, মানি সলিমুল্লাহ কে, নজরুল কে..যারা বাংলাদেশের জন্য অনেক কিছু করছে। আল্লাহ যেনো দেশের মানুষ কে হেদায়েত দান করে!

উল্লেখ্য, কাল রবীন্দ্রনাথ জয়ন্তী।

#References


#1১৯১২ খ্রিস্টাব্দের ২৮ মার্চ কলিকাতার গড়ের মাঠে এক বিরাট সমাবেশ করা হয়। ঠিক তার দু’দিন পূর্বে আর একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ঢাকায় ইউনিভার্সিটি হতে দেওয়া যাবে না। উক্ত উভয় সভার সভাপতি ছিল রবীন্দ্রনাথ। ( তথ্যসূত্র: কলকাতা ইতিহাসের দিনলিপি, ড. নীরদ বরণ হাজরা, ২য় খণ্ড, ৪র্থ পর্ব)।

#2" ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবাদ করে কলকাতার গড়ের মাঠে যে সভা হয়, তাতে সভাপতি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর।এরপর ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।" ( তথ্যসূত্র: ডক্টর কাজী জাকের হোসেন : দৈনিক ইনকিলাব, ১০ মার্চ, ২০০২)।

#3'এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি(সলিমুল্লাহ) ঢাকার রমনা এলাকায় নিজ জমি দান করেন।(খাজা সলিমুল্লাহ - উইকিপেডিয়া)

Night_wolf
May 8, 2019, 05:48 AM
Post reference for all the quotes otherwise this thread will be removed

SH Anik
May 8, 2019, 06:22 AM
Post reference for all the quotes otherwise this thread will be removed

দিসি। আমাকেই মনে হয় কোন থ্রেডে মতামত প্রকাশের জন্য রেফারেন্স দেওয়া লাগে।

দয়া করে নিজেরা খোঁজে দেখে নিন, এখন আবার পাগলের মতো এগুলাকে আপনার বাসায় নিয়ে আসতে বইলেন না। মানুষ যেভাবে রেফারেন্স দেয়, আমি সেভাবেই দিসি। রোজার মাস, টায়ার্ড..আর পেচায়েন না।

Night_wolf
May 8, 2019, 06:31 AM
দিসি। আমাকেই মনে হয় কোন থ্রেডে মতামত প্রকাশের জন্য রেফারেন্স দেওয়া লাগে।

দয়া করে নিজেরা খোঁজে দেখে নিন, এখন আবার পাগলের মতো এগুলাকে আপনার বাসায় নিয়ে আসতে বইলেন না। মানুষ যেভাবে রেফারেন্স দেয়, আমি সেভাবেই দিসি। রোজার মাস, টায়ার্ড..আর পেচায়েন না।

What reference? I only see that Robindranath was present in the meeting..where is the reference where it says he said the things you quoted?

When you are trying to undermine someone you need to give reference here as prove

Provide valid reference

SH Anik
May 8, 2019, 06:55 AM
What reference? I only see that Robindranath was present in the meeting..where is the reference where it says he said the things you quoted?

When you are trying to undermine someone you need to give reference here as prove

Provide valid reference

সব কিছুর রিফারেন্স খোঁজার সময় নাই। তাই কিছু বক্তব্য কাটলাম। বাকিগুলোর রিফারেন্স আছে।

Fazal
May 8, 2019, 08:48 AM
রবীন্দ্র জয়ন্তী করি কেনো?


Yes why you are asking us? Ask yourself. If you don't want to, nobody is forcing you to celebrate. Instead you can celebrate Agha Shorish Kasmiri or Ajmal Khattak (for example) if you feel.

Jadukor
May 8, 2019, 11:13 PM
Self introspection is a good practice. You need to add a few more questions in the holy month
1. Rajakar vibes keno?
2. Pak jindabad boli keno?
3. Hindu hater hoi keno?

All profoundly important questions

Night_wolf
May 8, 2019, 11:17 PM
Self introspection is a good practice. You need to add a few more questions in the holy month
1. Rajakar vibes keno?
2. Pak jindabad boli keno?
3. Hindu hater hoi keno?

All profoundly important questions

Pakistan 1971 ja korse Bangladesh er sathe ja bolse ora Bangladesh ke niye tar poro pakistan er jonne mon kade..hypocrite akta

One World
May 30, 2019, 08:35 AM
I think the tiktok girls answered it well,

[বাংলা]"খুশীতে,ঠ্যালায়, ঘোরতে"[/বাংলা]

Tigers_eye
May 30, 2019, 04:03 PM
RemovedNaah Ro0y. Not here. Take it up with Private message please.

Krishna
August 7, 2019, 11:19 AM
This week was Rabindranath Tagores death anniversary week.

Look at this prothom article comment box, https://m.facebook.com/story.php?story_fbid=2788506381182430&id=163059227060505&anchor_composer=false.

See the hatred, disgust for Robi thakur. :( (Exclude the West Bengali comments, ofcourse)

Are SH Aniks are the majority of todays Bangladesh? I hope not.

Even if its not, we cant deny the fact todays Subcontinent public mind set has become toxic with bigotry gas! Nothing to say.