View Single Post
  #5  
Old March 9, 2010, 04:17 PM
auntu's Avatar
auntu auntu is offline
Cricket Guru
 
Join Date: March 7, 2007
Location: elsewhere
Favorite Player: ZAR
Posts: 9,896

Quote:
Originally Posted by hbk619
now it indicates that how dumb our selectors are. "kothai khelbe?"

Rafiqul alam thinks bd is an aussie team
কোথায় খেলবে এইটাতো আসলেই একটা বিষয়।

ফয়সালের ব্যাটিং কয়জন দেখেছেন জানি না। হয়তো যারা মন্তব্য করেছেন ব্যাটিং না দেখেই মন্তব্য করেছেন। একটি সত্যি কথা এই বেলায় বলে দেই। আমার ফউসালের খেলা সামনা-সামনি এবং টিভিতে দু'ভাবেই খেলা দেখার সৌভাগ্য হয়েছে। টেকনিকালি ত্রুটিযুক্ত একজন ব্যাটসম্যান। যে সকল টেকনিকাল ত্রুটি ঘরোয়া ক্রিকেটে হয়তো চলে যায় কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা কঠিন হয়ে যায়।

পৃথিবীর প্রত্যেকটি ক্রিকেট পরাশক্তির দেশেই এই রকমের ভুরি-ভুরি উদাহরন পাওয়া যাবে যারা ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে হয় উপেক্ষিত হয়েছেন অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে ঘরোয়া খেলার মতো পারফর্ম করতে পারেন নাই। যেমন জেমি সিডন্স। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র এক ম্যাচের অভিজ্ঞতা।

ফয়সালের ক্ষেত্রে আসলে ভাগ্য খারাপ। বর্তমান প্রেক্ষাপটে তার জন্য দলে আসা আসলেই কঠিন। নাঈম তার জায়গা করেই দলে এসেছে। নাঈমের টেষ্ট ক্যারিয়ার সবে শুরু। অনেক দূর যাবার যোগ্যতা রাখে। তাই এখনই তাকে বাদ দেয়ার মতো কোন পরিস্থিতি হয়েছে বলে মনে হয় না। তবে টপ অর্ডারের ক্রমাগত ব্যর্থতায় হয়তো কোন একদিন ফয়সালের সুযোগ আসবে এবং এতোদিনের উপেক্ষার দাত ভাঙ্গা জবাব ব্যাট দিয়ে দিবে।
__________________
﴾اَلَاۤ اِنَّ اَوۡلِيَآءَ اللّٰهِ لَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُوۡنَ ۖ ۚ‏ ﴿۶۲
"Listen, the friends of Allah shall have no fear, nor shall they grieve" (Yunus: 62)
Reply With Quote