View Single Post
  #11  
Old March 14, 2010, 01:56 AM
BD d best BD d best is offline
First Class Cricketer
 
Join Date: February 11, 2010
Posts: 218

Quote:
Originally Posted by auntu
সাদী ভাই, বলেছেন ভালই কিন্তু হবার নয় একটাও।

=> বিসিবি সভাপতিঃ লোটা ৫ বছরের ইজারা নিয়ে এসেছে। হাতি দিয়ে টেনেও তাকে এই পোষ্ট থেকে সরানো সম্ভব নয়। বহু বছরের ইনভেস্ট, পলিটিকাল হেনা-ত্যানা এখন এতো সস্তায় ছেড়ে দিবে? আর তাকে সরাবে কে? নিজেদের দিকের ইনাটারেস্টতো ঠিকই রাখছে। বাংলাদেশের ক্রিকেটের বারোটা বাজাচ্ছে? এইটা তো বিবেচ্য নয় তার অভিভাবকদের কাছে।

=> সিলেক্টরঃ এই রকম লুলা লোথা আছে বলেইতো ছড়ি ঘোরাতে মজা। কি দরকার পরিবর্তনের?

=>কোচ সিডন্সঃ হাতে পায়ে ধরে সিডোন্সকে বাংলাদেশের কোচ করা হয়েছে। একজন ভালো মানের আন্তর্জাতিক কোচকে বাংলাদেশের কোচ হিসেবে পাওয়া খুবই কঠিন। শুধু কাজটি কঠিন বলে নয়। শুধু দলের কারনে নয়। কাজের পরিবেশ একদমই অনুকূল নয়। দেখেন না সিইও/চীফ ফিন্যান্স অফিসার হিসেবে যাদের নিয়গ দেয়া হয়েছিলো অতীতে কেই জয়েন করতে চান নাই। বিসিবি অত্যন্ত নিম্নমানসিকতার মানুষদের দ্বারা পরিচালিত হয়। এখানে কর্তাব্যক্তিদের গূটিবাজী করতে করতেই দিন চলে যায়।

=> বিসিবির রিফর্মঃ এইটা হবে আষ্টম আশ্চর্য। যদি কেউ এইটা করতে পারে। এর জন্য গাদ্দাফী অথবা সাদ্দাম হোসেন টাইপ মানুষ দরকার। অথবা অষ্টম হেনরী নিদেনপক্ষে বুশরে আওয়াজ দেয়া যেতে পারে। খোদাতালা যদি খাস রহমত করেন এছাড়া কোন আশা দেখি না।

=> টিম ম্যানেজারঃ সেই পুরানো তত্ত্ব। লোথা লুলা আর পায়ের নিচে দাবিয়ে রাখার চীরন্তন খেলা।
auntu bhai,gr8 post..the best post i've seen here(BC) so far.. নিষ্ঠুর সত্য !

Posted via BC Mobile Edition
Reply With Quote