View Single Post
  #24  
Old March 27, 2010, 05:48 AM
BD-Shardul BD-Shardul is offline
Banned
 
Join Date: October 16, 2006
Location: Doha, Qatar
Favorite Player: Mash,Shakib,Tamim
Posts: 7,046

Quote:
Originally Posted by Ashfaq
এক কলসীর জল আরেক কলসীতে ঢেলে আর কয়দিন? যা প্রয়োজন তা হল পাওয়ার জেনারেশন। ১২০০ কোটি টাকা জলে ফেলতে পারে, আর একটা পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে পারেনা, এটা অগ্রহনযোগ্য।
বিএনপির আমলে বিদ্যুত খাতে ১৯০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছিল। মহাজোট সরকার প্রথম বছর বিদ্যুত সমস্যার কথা উঠলেই বিএনপির এই দুর্নীতির কথা জোর গলায় প্রচার করত। তবে এখন কাজের ক্ষেত্রে তারা কিন্তু বিএনপির পদাঙ্কই অনুসরণ করছে। নতুন একটি বিদ্যুত উৎপাদন কেন্দ্র স্থাপনের কথা প্রায় এক বছর ধরে বলে আসলেও টেন্ডার বিষয়ক জটিলতার জন্য এখনো কোন কোম্পানি কাজটি পাবে, সেটিই নির্ধারিত হয়নি। আর বিএনপিওলাদের মত খাম্বা কেনার খেলা ত আছেই...

বাই দ্য ওয়ে ভাই, নাম পরিবর্তনের কথা মুখেও আনবেন না। ডিজিটাল আমলে আমদের মাননীয় প্রধান মন্ত্রীর একটু ডিজিটাল শখ-আহলাদ হয়েছে। ত তিনি কি সেই শখ পূরণ করবেন না? আর তিনি যেহেতু জনপ্রতিনিধি, জনগণের কথা বলেন, সেজন্য জনগণের টাকা মানে ত উনারই টাকা। সামান্য একটি ডিজিটাল শখ পূরণের জন্য মাত্র ১২০০ কোটি টাকা তিনি খরচ করতেই পারেন।
Reply With Quote