View Single Post
  #89  
Old October 17, 2010, 01:11 PM
bdtiger bdtiger is offline
Banned
 
Join Date: March 2, 2010
Posts: 2,107

Quote:
Originally Posted by BlindSupporterofBD
চারদিকে যখন সাফল্যের জয়গান, তখন না-পারার প্রশ্ন উঠছে কেন? উঠছে আইসিসির গাণিতিক ভুলের কারণে। আজকের ম্যাচের আগে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ ৪-০ ব্যবধানে জিতলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আটে উঠে যাবে। ম্যাচ শেষে টিভিতে সেই র‌্যাঙ্কিং দেখানোও হয়েছে। কিন্তু পরে আইসিসি নিজেদের ভুল শুধরে নিয়ে বিবৃতি দেয়। বাংলাদেশ আসলে ৯ থেকে ৮-এ উঠতে পারেনি।
এই সিরিজে ১৩ রেটিং পয়েন্ট যোগ করেছে বাংলাদেশ। এখন মোট রেটিং পয়েন্ট ৬৭। ওয়েস্ট ইন্ডিজেরও তাই। কিন্তু এর মধ্যে সুক্ষ একটা ব্যবধান আছে। ওয়েস্ট ইন্ডিজের মূল রেটিং পয়েন্ট আসলে ৬৭.০৬, বাংলাদেশের ৬৬.৬৮। এ কারণে বাংলাদেশকে নয়েই থাকতে হচ্ছে।
র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারত ও দক্ষিণ আফ্রিকা। পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও পাকিস্তান। নিউজিল্যান্ড সাত নম্বরে।
Have to wait for Zim.
Reply With Quote