View Single Post
  #1  
Old May 5, 2011, 08:41 AM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524
Default [satire]Breaking News: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ বালবাও চ্যাং !

ক্রীড়া পাকিবেদক ।। ৬ মে ২০১১





চীনা কোচ নিয়োগ দিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ রেকর্ড সৃষ্টি করেছে। বিশ্বে এ প্রথম কোন চীনা বংশোদ্ভুত আলেম ক্রিকেট কোচ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বিসিবি সভাপতি লুটাস কামাল বালবাও চ্যাংয়ের নিযোগের বিষয়টি স্বীকার করেছেন। বালবাও চ্যাং পেশায় একজন তাবলীগ কর্মী। তিনি বলেন, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি হলেও দলের অনেকেই মাসলা মাসায়েল ঠিক মতো জানে না। এমনকি অনেকেই আরবী হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন না।


দলের নতুন কোচ আরো বলেন, বিশ্বকাপ জয়ের একমাত্র উপায় নিয়মিত নামাজ পড়া এবং ইসলামের হুকুম আহকাম মেনে চলা। ভারত ইতোমধ্যে তা প্রমাণ করেছে।


নতুন কোচ সম্পর্কে সোহরাওয়ার্দী শুভ বলেন, “আলেম নিয়োগ দিবে জানলে আমার চাচা শামচুল ইসলামের জন্য লবিং করতে পারতাম। কিন্তু আগেভাগে আমাকে জানানো হয়নি”।
অধিনায়ক সাকিব এখনো এ বিষয়ে কিছু বলতে রাজি নন। কারন উনি দোয়া কুনুত ঠিকমতো পড়তে পারেন না। তবে এ সপ্তাহের মধ্যেই দোয়া কুনুত রপ্ত করতে পারবেন বলে জানান।


অপরদিকে ফোনে যোগাযোগ করলে বালবাও চ্যাং বলেন, “আমি ইতোমধ্যে কিছু দোয়া দুরুদ তৈয়ারে মনোযোগ দিছি। আশাকরি এ মাসের মধ্যেই সবগুলো দোয়াদুরুদ চূড়ান্ত হয়ে যাবে। অবশ্যই দীর্ঘদিন বাংলাদেশ দলের সাথে থেকে আল্লাহর রহমতে বিশ্বকাপ এনে দিবো।“


বাংলাদেশ ক্রিকেট দলের ধর্ম বিশেষজ্ঞ কামাল ভাই এবং কঠিন লজেন্স বলেন, “আমাদের দীর্ঘদিনের গবেষনার পর যখন দেখতে পেলাম সোলেমানি কোচ ছাড়া এ জাতির উন্নতি কোনভাবেই সম্ভব নয়, তখন আমরা বাধ্য হয়েছি আলেম নিয়োগ দিতে।”


















PS: This site is entirely too serious at times. We all need to laugh sometime.

Last edited by Naimul_Hd; May 5, 2011 at 09:45 AM..
Reply With Quote