View Single Post
  #1  
Old July 16, 2011, 12:30 PM
WarWolf WarWolf is offline
Cricket Guru
 
Join Date: March 3, 2007
Favorite Player: Love them all....
Posts: 14,685
Default জাতীয় দল নির্বাচনে টেকনিক্যাল কমিটির কর্তৃত্ব বাতিল

জাতীয় দল নির্বাচনে টেকনিক্যাল কমিটির কর্তৃত্ব বাতিল

রবি, ১৭ জুলাই ২০১১, ২ শ্রাবণ ১৪১৮

জাতীয় ক্রিকেট দল গড়ার ব্যাপারে নির্বাচকদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছিল টেকনিক্যাল ও মূল্যায়ন কমিটি। নির্বাচকদের কাজে বরাবরই তাদের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ লেগেই থাকতো। এ নিয়ে বিতর্ক কম হয়নি। এর মধ্যে সর্বসামপ্রতিক বিতর্কের পর সিদ্ধান্ত হলো জাতীয় দল নির্বাচনে এখন থেকে টেকনিক্যাল ও মূল্যায়ন কমিটি অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করতে পারবে না। জাতীয় দল নির্বাচনে বিশেষ এই কমিটির সম্পৃক্ততা আর থাকছে না। শুক্রবার সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
জিম্বাবুয়ে সফরের জন্য জাতীয় দল গঠন নিয়ে টেকনিক্যাল ও মূল্যায়ন কমিটির এক প্রভাবশালী কর্মকর্তার হস্তক্ষেপের পর অনেকটা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিলো বিসিবি। আকরাম খানের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি হাঁফ ছেড়ে বাঁচবে এতে।
জাতীয় দল চূড়ান্ত অনুমোদনের আগে টেকনিক্যাল ও মূল্যায়ন কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার নিয়ম রেখেছিল বিসিবি। কিন্তু ক্ষমতার অপব্যবহার হওয়ায় অনেকটা বাধ্য হয়ে জাতীয় দল নির্বাচনের অংশ থেকে টেকনিক্যাল কমিটিকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে নামপ্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানান, নির্বাচকদের সহযোগিতার জন্য টেকনিক্যাল কমিটিকে সম্পৃক্ত করা হলেও পরে দেখা গেছে অযাচিত হস্তক্ষেপ বেশি হচ্ছে। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় নির্বাহী কমিটি বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেয়। নির্বাচকরা এখন থেকে স্বাধীনভাবে কাজ করবে।
এই একটি বিষয় ছাড়া বাকি কাজে টেকনিক্যাল কমিটির সম্পৃক্ততা থাকবে। সিলেটে অনুষ্ঠিত বিসিবির নির্বাহী কমিটির এ সভায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর প্রস্তুতি কমিটি স্থগিত করা।
বিসিবি সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলমকে প্রধান করে বিপিএলের প্রস্তুতি কমিটি করার প্রস্তাবনা ছিল। সূত্র জানায়— সভায় বিপিএল প্রস্তুতি কমিটি অনুমোদনের প্রস্তাব করা হলে পরিচালকদের একটি প্রভাবশালী মহল হট্টগোল বাধান। পরিস্থিতি বেগতিক দেখে বিপিএল প্রস্তুতি কমিটি অনুমোদন স্থগিত রাখা হয়।
সভায় সিদ্ধান্ত হয় জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের সঙ্গে একজন নির্বাচককে পাঠানো হবে। টিম-ম্যানেজমেন্টের অতিরিক্ত সদস্য হিসেবে যাচ্ছেন নির্বাচক। হেড অব ডেলিগেশন করা হয়েছে বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান শফিকুর রহমান মুন্নাকে।
টিম-ম্যানেজমেন্টের আট সদস্য হলেন— প্রধান কোচ স্টুয়ার্ট ল, সহকারী কোচ সারওয়ার ইমরান, ফিল্ডিং কোচ জেসন সুইফট, ট্রেনার গ্র্যান্ট লুডেন, ভিডিও অ্যানালিস্ট নাসির আহমেদ, ফিজিও এবং ম্যানেজার তানজিব আহমেদ সাদ।
এদিকে বিসিবির বিশেষ এক পরিচালকের অশালীন মন্তব্য এবং কাজের পরিবেশ নষ্ট হওয়ায় কয়েকজন সিনিয়র পরিচালক পদত্যাগের কথা ভাবছেন বলে জানা গেছে। তাদের জানান যে নির্বাহী কমিটির সভায় যেভাবে একজন পরিচালক কথা বলেন এবং অশালীন ভাষা ব্যবহার করেন তাতে মানসম্মান নিয়ে কাজ করা যাবে না। শিগগিরই দেখতে পাবেন কয়েকজন পরিচালক পদত্যাগ করছেন। বাংলানিউজ

http://new.ittefaq.com.bd/news/view/29171/2011-07-17/7
__________________
And Allah Knows the best
Reply With Quote