View Single Post
  #644  
Old October 4, 2011, 09:47 PM
al-Sagar's Avatar
al-Sagar al-Sagar is offline
Cricket Savant
 
Join Date: December 23, 2007
Location: The Quiet Place
Favorite Player: Curtly Ambrose
Posts: 27,469

বৃষ্টিই কামনা আজ নাইট রাইডার্সের!

স্পোর্টস ডেস্ক
গেইল তাণ্ডবে সমারসেটের বিপক্ষে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের ৫১ রানের জয়ে বেশ ভালোই বিপদে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। সেমিফাইনালে যাওয়ার জন্য এমনিতেই তাদের সামনে অনেক হিসাব-নিকাশ বাকি ছিল। এবার সে হিসাব আরও জটিল করে তুলল ব্যাঙ্গালোর। বরং গ্রুপ পর্ব থেকে কেকেআরেরই বিদায় নেওয়ার সম্ভাবনা বেশি। কেকেআরের 'বি' গ্রুপে আরও দুটি খেলা বাকি। আজ এই দুই খেলায় কেকেআর ছাড়া মুখোমুখি হবে অন্য চার দল। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সমারসেট। আর রাত সাড়ে ৮টায় স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সাউথ অস্ট্রেলিয়া। এ ম্যাচ দুটির ফল যা-ই হোক না কেন, কলকাতার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বৃষ্টি এসে ম্যাচ দুটি ভাসিয়ে নিয়ে গেলেই কেবল সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তাদের।
চারদিন আগেই গ্রুপ পর্বের অভিযান শেষ করে বসে আছে কলকাতা নাইট রাইডার্স। চার ম্যাচের দুটিতে জিতে তাদের ঝুলিতে পুরেছে মাত্র ৪ পয়েন্ট। সেমিফাইনালে যাওয়ার জন্য শাহরুখ খানের দলের অপেক্ষা করতে হচ্ছে আজকের দুটি ম্যাচ পর্যন্ত। সোমবার রাতে চ্যাম্পিয়ন্স লীগে ৫১ রানে টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ব্যাঙ্গালোর। তাতে অর্জন ২ পয়েন্ট হলেও রানরেট বেড়ে দাঁড়িয়েছে বহুগুণ। ব্যাঙ্গালোরের রানরেট এখন +০.৪৩৮। বিপরীতে কলকাতা নাইট রাইডার্সের রানরেট +০.৩০৬। আজ সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিততে পারলেই ব্যাঙ্গালোরের সেমিফাইনালে যাওয়া অনেকটা নিশ্চিত। তবে দিনের প্রথম ম্যাচটির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সমারসেট আর সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে সমারসেট জিতে গেলেই বিপদ বাড়বে কলকাতা আর ব্যাঙ্গালোর দু'দলের জন্যই। তখন ব্যাঙ্গালোরকে নজর দিতে হবে জয়ের পাশাপাশি রানরেট বাড়ানোর দিকেও। আর যদি সমারসেট হারে তাহলে ওয়ারিয়র্সই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠবে সেমিফাইনালে। ব্যাঙ্গালোর হারলে সাউথ অস্ট্রেলিয়া হবে 'বি' গ্রুপ থেকে সেমিফাইনালের দ্বিতীয় দল।
Reply With Quote