View Single Post
  #48  
Old November 13, 2011, 11:31 PM
Nasif's Avatar
Nasif Nasif is offline
Administrator
BanglaCricket Development
 
Join Date: October 4, 2002
Location: USA
Favorite Player: Mashrafe Mortaza
Posts: 9,094

He was one batch senior bro in our house. Very nice person. His wife was in our class in sixth grade before I left for MCC.

Shocked and sad.

Quote:
প্রকৌশলী-চিকিৎসক দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত

শেরপুর ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি | তারিখ: ১১-১১-২০১১

  • মনোয়ারুল হাসান
  • নাহিদ রোকসানা
1 2


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলায় গত বুধবার রাতে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী ও চিকিৎসক দম্পতি নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সফটওয়্যার প্রকৌশলী ও সফটওয়্যার প্রতিষ্ঠান টুগেদার ইনিশিয়েটিভ লিমিটেডের পরিচালক মনোয়ারুল হাসান (৩৮) এবং তাঁর স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক নাহিদ রোকসানা (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার টেকনগরপাড়া এলাকায় গত বুধবার রাত ১২টার দিকে ঢাকাগামী প্রাইভেট কারের সঙ্গে ময়মনসিংহগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এতে মনোয়ারুল হাসান ও তাঁর স্ত্রী নাহিদ রোকসানা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেট কারে থাকা ওই দম্পতির চার বছরের ছেলে ওয়াসিফ হাসান, চালক মুরাদ ও গৃহকর্মী কাঁকন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চালক মুরাদকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও বাকি দুজনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের নাওজোড় মহাসড়ক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, চালককে গাড়ির পেছনে বসিয়ে রেখে মনোয়ারুল হাসান নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।
এদিকে মনোয়ারুল ও নাহিদ রোকসানার অকালমৃত্যুতে তাঁদের বাড়ি শেরপুর পৌর শহরের নবীনগরে শোকের ছায়া নেমে এসেছে। মনোয়ারুলের মা বেলা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন এবং বাবা আবদুল হাই ছেলে ও পুত্রবধূ হারানোর শোকে নির্বাক হয়ে পড়েছেন। এ ছাড়া আত্মীয়স্বজনের আর্তনাদে উপস্থিত অনেকেই চোখের পানি ফেলেছেন।
ঈদের ছুটি শেষে বাড়ি থেকে গত বুধবার রাতে ঢাকায় ফেরার পথে ওই দম্পতি দুর্ঘটনার শিকার হন। মনোয়ারুল সফটওয়্যার প্রতিষ্ঠান টুগেদার ইনিশিয়েটিভ লিমিটেডের পরিচালক ও নাহিদ রোকসানা বিএসএমএমইউ হাসপাতালের মেডিকেল অফিসার এবং ওই বিশ্ববিদ্যালয়ে ইউরোলজিতে এফসিপিএসে অধ্যয়নরত ছিলেন।
ওই দম্পতির মৃত্যুতে শেরপুর আইটি ক্লাব গতকাল বৃহস্পতিবার শোকসভা, শোকযাত্রা ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে। দুপুর সাড়ে ১২টায় শহরের এস এম মডেল স্কুলে আইটি ক্লাবের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। পরে আইটি ক্লাবের সদস্যরা শোকযাত্রা বের করে শহরের নিউমার্কেট মোড়ে এসে ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে মানববন্ধন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মনোয়ারুল শেরপুরের সাবেক পৌর কমিশনার আবদুল হাইয়ের বড় ছেলে। নাহিদ রোকসানা জামালপুর পরিবার পরিকল্পনা বিভাগের অবসর প্রস্তুতিকালীন (এলপিআর) ছুটিতে থাকা উপপরিচালক নার্গিস বেগম এবং সাবেক ভেটেরিনারি সার্জন মরহুম মেজবাহ উদ্দিন আহম্মদের বড় মেয়ে। আজ শুক্রবার দুপুর আড়াইটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে শহরের চাপাতলি পৌর কবরস্থানে তাঁদের মরদেহ দাফন করা হবে।
এর আগে গতকাল বাদ জোহর বিএসএমএমইউ হাসপাতালে নিহত দম্পতির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুর্ঘটনার বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
http://www.prothom-alo.com/detail/da...11/news/199875
__________________
They said, "After we turn into bones and fragments, we get resurrected anew?!" Say, "Even if you turn into rocks or iron.[17:49-50] |Wiki: Cold Fusion occurring via quatum tunnelling in ~101500 years makes everything into iron.
Reply With Quote