View Single Post
  #4  
Old January 24, 2012, 02:12 AM
Murad's Avatar
Murad Murad is offline
Cricket Sage
 
Join Date: July 30, 2006
Favorite Player: MAM & MBM
Posts: 19,850

Quote:
Originally Posted by Rabz
Tickets are way to pricey.
It would be an empty stadium, which will not be good for the tournament.
Ek ticket e 2ta khela. Kharap ki?

গ্যালারির টিকিট ৫০০ টাকা

ক্রীড়া প্রতিবেদক
কেউ বলেছিলেন এক হাজার। কারও প্রস্তাব ছিল পাঁচশ'রও কম। তবে কোটিপতি লীগ বিপিএলের গ্যালারি টিকিট শেষ পর্যন্ত ৫০০ টাকায় ঠিক হয়েছে। গ্যালারিতে বসে সাকিব-গেইলদের খেলা দেখতে চাইলে নূ্যনতম এই টাকা গুনতেই হবে দর্শকদের। তবে এক টিকিটে দুই ছবি দেখার মতোই, বিপিএলে এক টিকিটে দুটি ম্যাচ দেখা যাবে।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিপিএলে প্রতিদিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং এক টিকিটেই দুটি ম্যাচ দেখা যাবে। তবে শুধু ক্রিকেট নয়, বিনোদনও থাকছে টিকিট কেটে মাঠে ঢোকা দর্শকদের জন্য। দুই ম্যাচের মাঝে বিরতির সময় ডিজে পার্টি ছাড়াও স্থানীয় এবং ভারতীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশিত হবে। বিপিএল শুরুর অন্তত এক সপ্তাহ আগে বাজারে টিকিট পাওয়া যাবে। তবে কোন ব্যাংকে কিংবা কোন সংস্থার মাধ্যমে দর্শক টিকিট পাবে, সেটা গতকাল পর্যন্ত নিশ্চিত করতে পারেননি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু। 'কয়েকটি প্রতিষ্ঠান বিপিএলের টিকিট বাজারজাত করণে আগ্রহ দেখিয়েছে। তবে এখনও তা চূড়ান্ত হয়নি।'

ক্রিকেট আর বিনোদনের এই বিপিএল প্যাকেজে নদার্ন আর সাউদার্ন গ্যালারির টিকিটের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা করে। নদার্ন আর সাউদার্ন শহীদ মুস্তাক আর জুয়েল গ্যালারির টিকিটের মূল্য কিছুটা বেশি, সাড়ে ৩ হাজার নির্ধারণ করা হয়েছে। ইন্টারন্যাশনাল গ্যালারির (প্যাভিলিয়নের পাশে) মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা, ইন্টারন্যাশনাল হসপিটালিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। ভিআইপি গ্যালারির আসনমূল্য ৫ হাজার টাকা আর করপোরেট বক্সের আসনপ্রতি ধরা হয়েছে ১২ হাজার টাকা।

৯ ফেব্রুয়ারি গ্র্যান্ড ওপেনিং দিয়ে শুরু হবে বিপিএলের যাত্রা। এর আগে অবশ্য ঢাকা প্রিমিয়ার লীগের সঙ্গে জট পেকে যাচ্ছে বিপিএলের। কেননা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সিসিডিএম থেকে ঢাকা প্রিমিয়ার লীগের সূচি দেওয়া হয়েছে। কিন্তু এর আগেই বিপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটার চাওয়া হয়েছে। এ অবস্থায় স্থগিত হয়ে যেতে পারে ঢাকা প্রিমিয়ার লীগ। 'সূচিতে একটা সমস্যা হয়েছে ঠিকই। কেননা আমরা চেয়েছিলাম, ২ ফেব্রুয়ারির মধ্যে প্রিমিয়ার লীগের ম্যাচগুলো শেষ করার। কিন্তু এর মাঝে 'এ' দলের দুটি টি২০ ম্যাচ হওয়ায় সূচিতে কিছুটা এলোমেলা হয়ে যায়। এ অবস্থায় বিপিএল গভর্নিং কাউন্সিল, ক্রিকেট অপারেশন্স আর সিসিডিএম মিলে একটি বৈঠক বসা হবে। সেখানেই একটা সমাধান বেরিয়ে আসবে বলে আশা করছি। তবে এটুকু বলতে পারি, বিপিএলের নির্ধারিত সূচি পেছানোর কোনো আশঙ্কা নেই।' বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুর কথাতেই পরিষ্কার, ঢাকা প্রিমিয়ার লীগ স্থগিত হলেও বিপিএল পেছাবে না


-Shamokal
__________________
~*Islam is the only way to attain peace in life, be it personal, family or political.*~
Reply With Quote