Thread: Caption This
View Single Post
  #3294  
Old April 29, 2012, 01:44 AM
WorldCup11's Avatar
WorldCup11 WorldCup11 is offline
Cricket Legend
 
Join Date: November 24, 2010
Posts: 2,198


Mashrafe: দেখিতো মামনি, একটু এইদিকে তাকাও, তোমার একটা ছবি তুলি।



Mashrafe: এই দেখো, মামনির কতো সুন্দর ছবি তুলসে বাবা, এটা এখনি facebook এ পোস্ট করে দিই।

Humaira: দেখিতো কি ছবি পোস্ট করবা? উফফ! ঠিক মা যেমন বলে, তুমি মেয়েদের বেপার সেপার একদমই বুঝনা, দেখছনা এখানে আমার চুল আচড়ানো নাই!

Mashrafe: ঠিক আছে,আমি তাহলে ফটোশপ করে তোমার চুল ঠিক করে দিব।

Humaira: তাহলে বাবা “just Rules” টাকেও কিন্তু “Girls rule” করে দিবা।

Mashrafe: সেটার কি কোনো দরকার আছে, থাকনা সেটা যেমন আছে তেমন?

Humaira: দরকার অবশ্যই আছে, একটা বাচ্চা মেয়েও সেটা বুঝে!
__________________
We were, we are and we will be always with you Tigers.

Last edited by WorldCup11; April 29, 2012 at 02:25 AM..
Reply With Quote