View Single Post
  #11  
Old May 30, 2012, 03:39 AM
Ian Pont's Avatar
Ian Pont Ian Pont is offline
Ex Bangladesh National Bowling Coach
Dhaka Gladiators Head Coach
 
Join Date: February 1, 2011
Posts: 1,377

Quote:
Originally Posted by Razi
জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ পাইবাস

স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ িফোর.কম

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রিচার্ড পাইবাস। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)‘র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরি সুজন পাইবাসের দায়িত্ব নেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।

নিজাম উদ্দিন বলেন, ‘শিগগিরই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে বাংলাদেশ আসবেন পাইবাস। তার অধীনেই জিম্বাবুয়েই সফরে যাবে বাংলাদেশ। মাসিক বেতন হিসেবে ২০ হাজার ডলার পাবেন তিনি।’

অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হবেন পাইবাস। ২০১১ সালে ১ জুলাই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানস ল। এরপর টাইগারদের কোচ হতে বিসিসির কাছে সাক্ষাৎকার দেন দক্ষিণ আফ্রিকার পাইবাস। শেষপর্যন্ত তাকেই কোচ হিসেবে বেছে নিয়েছে বিসিবি।

মুশফিকদের কোচ হওয়ার জন্য লড়াই করতে হয়েছে পাইবাসকে। কারণ নটিংহ্যামশায়ারে কোচিং ডিরেক্টর মিক নিউয়েলও লাল-সবুজদের কোচ হতে ইচ্ছুক ছিলেন। শেষপর্যন্ত বিসিবি তাকে সাক্ষাৎকারের জন্য না ডাকায় নিজেকে প্রত্যাহার করে নেন নিউয়েল।
On a side note...Can I ask..why does the board feel it necessary to disclose the guy's private salary? They should therefore disclose their own. I don't get why the BCB does this at all. Very indiscrete.

Now he has the reins, let the fireworks begin! Slow burn but definitely an explosion or two as we go with players and the board.

KaBoom
__________________
No Cheating. No Corruption. No Excuses.
Players/Coaches have a duty to report and help clean up our wonderful game of cricket. We are the guardians of the game for the fans.
Reply With Quote