View Single Post
  #1  
Old September 4, 2012, 06:24 AM
firstlane firstlane is offline
Banned
 
Join Date: March 8, 2010
Location: Melbourne
Posts: 2,838
Default ‘দায়িত্ব নিয়েই যাওয়া উচিত’

আয়ারল্যান্ডে কী ম্যাচ খেলে এল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল? দেশে আসার পরও এটা নিয়ে স্পষ্ট ধারণা নেই দলের অনেকেরই। তবে বিসিবির পরিচালক ও সফরের দলনেতা জি এস হাসান তামিম বললেন, আয়ারল্যান্ডে থাকতেই তাঁরা জেনেছেন সব ম্যাচই আন্তর্জাতিক



 মহিলা ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরে তো আপনিও ছিলেন। কেমন হলো সফর?
জি এস হাসান তামিম: একটা চ্যালেঞ্জ ছিল এই সফর। নতুন জায়গা, নতুন পরিবেশ। মাঠ-উইকেট সবই নতুন। প্রথমে অসুবিধা হলেও পরে মেয়েরা মানিয়ে নিয়েছে। ওখানে গিয়ে উইকেট আর আবহাওয়া দেখে আমি প্র্যাকটিস বদলে দিয়েছিলাম। আমাদের মেয়েরা সব বলেই সামনের পায়ের ওপর খেলতে চায়। কিন্তু বাতাসে বল যে রকম সুইং করে, খেলা উচিত ব্যাকফুটে।
 দলের পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট আপনি?
তামিম: আমি সন্তুষ্ট। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে যাওয়ার আগে বোলিং মেশিনে কিছু প্র্যাকটিস করা উচিত ছিল। এ ছাড়া আবহাওয়ার কারণে বারবার খেলা বন্ধ হয়ে যাওয়া, পরিস্থিতি বদলে গেলে নতুন করে শুরু করা—এসবের সঙ্গে অভ্যস্ত ছিল না ওরা।
 নির্দিষ্ট কোনো জায়গায় দলের শক্তিমত্তা বা দুর্বলতা কি চোখে পড়েছে?
তামিম: আমাদের বোলিং মোটামুটি ভালো, বিশেষ করে স্পিন আক্রমণ। তবে দলে দু-তিনজন খেলোয়াড় আছে, আমার ধারণা তাদের দিয়ে আসলে হবে না। এদের দলে নিয়ে লাভ নেই। আর একটা জিনিস, আমাদের উইকেটকিপিং এবং ওপেনিং ব্যাটিংয়ে ঘাটতি আছে। কোচকে বলেছি, এসব নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া ঘরোয়া পর্যায়েও মহিলা ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে
....

http://www.prothom-alo.com/detail/da...04/news/286474
Reply With Quote