View Single Post
  #75  
Old November 27, 2012, 02:10 PM
mali007 mali007 is offline
Test Cricketer
 
Join Date: April 12, 2007
Location: Atlanta, Georgia, USA
Favorite Player: Sakib , Tamim
Posts: 1,273

শাকিবের অনুপস্থিতি আমাদের জন্য বাড়তি সুবিধা
টেস্টের মতো ওয়ানডে সিরিজও জিততে আত্মবিশ্বাসী ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল
স্পোর্টস রিপোর্টার ॥ আজ বিসিবি একাদশের বিরুদ্ধে প্রস্তুতিমূলক ওয়ানডে খেলতে নামবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জাতীয় দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে এ অনুশীলন ম্যাচে নামছে তারা। তবে টেস্ট সিরিজ জয়ের পর কিছুটা ফুরফুরে মেজাজেই ছিল ক্যারিবীয়রা। সোমবার পুরো দিন বিশ্রামে কাটিয়ে দেয়ার পর মঙ্গলবারও পূর্ণাঙ্গ অনুশীলন করেনি তারা। অনুশীলনে উপস্থিত ছিলেন মাত্র ৮ ক্রিকেটার। স্বাগতিকদের বিরুদ্ধে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৩০ নবেম্বর ও ২ ডিসেম্বর দুটি ওয়ানডে ম্যাচে নামার আগে টেস্ট দলে না থাকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল মনে করছেন ওয়ানডেতে বাংলাদেশকে মোকাবেলা করা আরও কঠিন হবে তাদের জন্য। তবে ইনজুরির কারণে বাংলাদেশ দলে বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসানের অনুপস্থিতি বাড়তি সুবিধা দেবে ক্যারিবীয় শিবিরকে এমনটাই মনে করেন তিনি। এ কারণে তিনি আত্মবিশ্বাসী ওয়ানডে সিরিজেও জিততে সক্ষম হবে ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট সিরিজে বাংলাদেশ ভাল প্রতিদ্বন্দ্বিতা গড়েছে। তবে দীর্ঘ ১১ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নামা বাংলাদেশ দলের ভাগ্যে জুটেছে পরাজয়। সর্বশেষ চলতি বছর মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে ওয়ানডে খেলেছে বাংলাদেশ এবং রানার্সআপও হয়েছে। এ কারণে কোনভাবেই বাংলাদেশ দলকে খাটো করে দেখছেন না রাসেল। তিনি বলেন, ‘বাংলাদেশ ওয়ানডে দল হিসেবে দারুণ। টেস্টেও চেয়ে তাদের সঙ্গে ওয়ানডে খেলাটা আরও বেশি চ্যালেঞ্জিং। শক্ত লড়াই করতে হবে আমাদের।’ ইনজুরির কারণে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব। এ বিষয়ে রাসেল বলেন, ‘শাকিব না খেললে আমরা বাড়তি সুবিধা পাব। বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই তাঁর তুলনা নেই। তাঁর মতো অলরাউন্ডার না থাকলে বাংলাদেশের ওপরও বাড়তি চাপ থাকবে।’ তবে নিজের দল নিয়ে দারুণ আত্মবিশ্বাসী রাসেল। আগস্টে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের শিরোপা জিতে আসার পর বাংলাদেশ সফরেও শতভাগ সাফল্য দিয়ে টেস্ট সিরিজ শেষ করেছে ক্যারিবীয়রা। এ কারণে ওয়ানডে সিরিজেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি, ‘আমরা ধারাবাহিক ক্রিকেট খেলতে চাই। টেস্টের মতো ওয়ানডেতেও জিততে চাই। প্রতি বলের সূক্ষ্ম বিবেচনা করেই ক্রিকেট খেলব আমরা।’ রাসেল প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার হলেও দলে নিয়মিত হতে পারেননি। এমনকি টি২০ বিশ্বকাপের দলে থাকলেও খেলতে পারেননি সব ম্যাচ। নিজের বিষয়ে তিনি বলেন, ‘আমি মূলত বোলার। তবে ব্যাটসম্যানের দায়িত্ব পালন করি। দলের প্রয়োজনে যে কোন নম্বরেই আমি ব্যাট করতে প্রস্তুত। দলে সুযোগ পাওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। এটি ভাল। প্রতিযোগিতা থাকলে দল অনেক ভাল করে।’
Reply With Quote