View Single Post
  #47  
Old December 16, 2012, 07:29 AM
BANFAN's Avatar
BANFAN BANFAN is offline
Cricket Sage
 
Join Date: March 26, 2007
Favorite Player: Bangladesh Team
Posts: 18,761
Default জটিল রাজনীতির কেন্দ্রবিন্দু বেলুচিস্তান

Quote:

ঢাকা: বেলুচিস্তানের শাসন ব্যবস্থার পরিস্থিতি তদন্ত করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। আদালতের এই নির্দেশ পাকিস্তানের দীর্ঘ দিনের জঙ্গিবাদের ইস্যুটিকে সামনে নিয়ে আসল। দেশটির নিরাপত্তার ক্ষেত্রে প্রধান মাথা ব্যথা হচ্ছে জঙ্গিবাদ।

গত কয়েক বছরে বেলুচিস্তানে জঙ্গিবাদ বেড়ে গেছে। বেলুচের রাজনীতিবিদরা মূলধারার রাজনীতি ছেড়ে জাতীয়তাবাদী (স্বাধীনতাকামী) পক্ষ নেওয়ায় জঙ্গিবাদ বাড়ছে প্রদেশটিতে। যারা আমাদের পক্ষে নেই তারা আমাদের বিরুদ্ধে-স্বাধীনতাকামী বিদ্রোহীদের এমন ঘোষণায় না চাইলেও রাজনীতিবিদদের সমর্থন দেওয়া ছাড়া কিছু করার নেই। বিদ্রোহীদের এ ঘোষণায় জনসমর্থনও রয়েছে ব্যাপক। এই জনসমর্থনকেও উপেক্ষা করতে পারেন না কোন রাজনীতিক।

ভৌগোলিক অবস্থান বেলুচিস্তানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইরানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত প্রদেশটির সমুদ্র উপকূল। হরমুজ প্রণালির ঠিক সামনে গিয়েই শেষ হয়েছে এ উপকূল রেখা। বিশ্বের মোট তেল সরবরাহের ৩০ শতাংশ এই হরমুজ প্রণালি অতিক্রম করে।

ন্যাটো বাহিনী বরাবরই অভিযোগ করে আসছে, তালেবান সদস্যদের নিয়োগ ও প্রশিক্ষণ প্রদানের প্রধান কেন্দ্র হচ্ছে বেলুচিস্তান। বেলুচিস্তান থেকে হামলা চালানোর অভিযোগও ইরানের রয়েছে। সুন্নি জঙ্গিগোষ্ঠী জুনদুল্লাহ প্রতিবেশি সিস্তান জাহেদান প্রদেশে ধারাবাহিক বোমা হামলায় বলে অভিযোগ ইরানের।
MORE
Reply With Quote