View Single Post
  #76  
Old October 30, 2013, 08:34 PM
ononto ononto is offline
ODI Cricketer
 
Join Date: July 9, 2004
Location: Calgary, AB
Posts: 600

গ্যালারির গর্জনে কানে তালা লেগে যাচ্ছিল..... Thumbs up to bd supporters once again...

পরশুর হারের পর নিউজিল্যান্ড কাল অনুশীলন করেনি। হোটেলেই জিম-সুইমিং করে কাটিয়েছে সময়। নিশামকে পাওয়া গেল টিম হোটেলের লবিতেই। এক পাশে চুটিয়ে আড্ডা দিচ্ছেন নাথান ম্যাককালাম ও গ্রান্ট এলিয়ট। ইতিউতি ঘোরাফেরা করছিলেন অ্যান্টন ডেভচিচ। আর পাশেই একটি চেয়ারে বসে আপন মনে মোবাইলে টেপাটেপি করছিলেন নিশাম।
‘ব্যাডলাক’ বলে হাত বাড়িয়ে দিতেই মুখ তুলে তাকালেন। বেজার হলেন না খুশি, চেহারা দেখে বোঝা গেল না। তবে ‘ব্যাডলাক’ কথাটি বুঝি মনে ধরল, ‘ভাগ্য কিছুটা খারাপ ছিল। বলটি ছিল বাজে, লেগ স্টাম্পের বাইরে। ক্যাচটিও দারুণ নিল। তবে ক্রিকেটে এমন হয়েই থাকে, বাজে বলে অনেক সময় আউট হতে হয়। পুরো আবহটাই ছিল অন্য রকম, গ্যালারির গর্জনে কানে তালা লেগে যাচ্ছিল। বলটা ফ্লিক করতে চেয়েছিলাম, ঠিকমতো ব্যাটে লাগল না। সবকিছুই হয়ে গেল খুব দ্রুত।’
http://www.prothom-alo.com/sports/ar...িশাম
Reply With Quote