View Single Post
  #1  
Old November 11, 2016, 06:52 PM
Rana Melb Rana Melb is offline
Cricket Legend
 
Join Date: March 12, 2014
Posts: 3,604
Default "যদি ইন্ডিয়া বাংলাদেশের ওই পিচে খেলতো তাহলে বাংলাদেশ ১০০ রানও করতে পারতো না!"- Sourav Ganguly

চলমান ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টে সৌরভ ক্রিকইনফোতে বিশেষজ্ঞ মতামত দিচ্ছে। তো সঞ্চালক সৌরভকে প্রশ্ন করলেন, ‘ইংল্যান্ড যে এতো ভালো ব্যাটিং করছে, তার মানে কি প্রতিপক্ষকে আউট করতে ভারতের স্পিনিং পিচ লাগবে। এছাড়া ভারত পারে না? এই ইংল্যান্ড তো মাত্রই বাংলাদেশে হেরে এসেছে।’

সৌরভের উত্তরটা ছিল, ‘একটা টেস্টের প্রথম দিনে এমন পিচই এক্সপেক্টেড। বাংলাদেশের পিচে তো প্রথম দিন থেকেই মাইনফিল্ডে খেলা হয়েছে। বল স্কয়ার টার্ন করছিলো। যদি ইন্ডিয়া বাংলাদেশের ওই পিচে খেলতো তাহলে বাংলাদেশ ১০০ রানও করতে পারতো না!’

তারপর বললেন, ‘টেস্ট ম্যাচ মাত্র ৩ দিনে শেষ হয়ে যাবার মানে হয় না। টেস্ট হতে হয় ৫ দিন ধরে!’ (এই বক্তব্যের সাথে ব্যক্তিগতভাবে একমত)।

এখানে ক্লিক করে অনুষ্ঠানের ভিডিওটি দেখে নিতে পারেন।

আমার আপত্তি এই ‘বাংলাদেশ ১০০ রানও করতে পারতো না!’ লাইনটা নিয়ে। ‘যদি ইংল্যান্ড ১০০-ও করতে পারতো না’ - বলতো, তাহলেও মানতাম। শুধু শুধু বাংলাদেশকে টেনে আনার দরকার ছিল না।

বিস্তারিত: http://khela-dhula.com/%E0%A6%AE%E0%...A7%87%E0%A6%A8
__________________
Love is blind..& I love team Bangladesh!
Reply With Quote