View Single Post
  #1040  
Old September 24, 2018, 05:27 PM
mehedi's Avatar
mehedi mehedi is offline
ODI Cricketer
 
Join Date: April 5, 2008
Location: Nottinghamshire,England
Favorite Player: Tamim Iqbal
Posts: 603

Here’s what Mustafizur has to say about his match winning performance ( courtesy Bd news 24.com)

মুস্তাফিজ: দুবাইয়ের মাঠের চেয়ে ওখানে (আবু ধাবি) গরম একটু বেশি। সবারই প্রায় কষ্ট হয়েছে গরমে। অনেক ঘেমেছে সবাই। ক্র্যাম্প করছিল। আমার না শুধু, অনেকেরই। সবার অনেক কষ্ট হয়ে গেছে। কষ্টের ফলে জেতাটা স্বস্তি দিয়েছে।
যখন মাশরাফিকে বললেন যে আর পারছেন না, মাশরাফির কথা কি ছিল?

মুস্তাফিজ: ভাই আমাকে একটা কথা বলছিল যে, ‘তোর বোলিং করা লাগবেই’। মাঝখানে ৩ ওভার বোলিংয়ের সময় ভাইকে বলেছি যে পায়ে টান লাগছে। ভাই তখন বলেছেন যে ‘তুই রেস্ট নে। শেষে করবি আবার।’ আমি বলছি যে, ‘ভাই ঠিক আছে, যেভাবে পারি করব।’

শেষ ওভারে প্রতিপক্ষের লাগত কেবল ৮ রান, বিশ্বাস কতটা ছিল?

মুস্তাফিজ: গোল বলের কোনো বিশ্বাস নাই। ওপরওয়ালা সহায় থাকলে হবে। শেষ ওভারে কুড়ির ওপরে থাকলে ঠিক আছে। কিন্তু ২০ পর্যন্ত থাকলে কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে নিতে পারে। আমার চেষ্টা ছিল, নিজের ওপর বিশ্বাস ছিল। আর ভালো সময় গেছে। এই আর কী।

এই সব পরিস্থিতিতে আপনার আগের বোলিংয়ের অভিজ্ঞতা কি কাজে লেগেছে?

মুস্তাফিজ: এখানে অনেক অভিজ্ঞ বোলাররাও শেষ ওভারে ৮-১০ রান দিয়েই দেয়। এটা কপালের কাছে!

আপনি তো শতভাগ দিতে পারছিলেন না, রান আপ ছোট করেছিলেন...

মুস্তাফিজ: রান আপে বেশি জৌরে দৌড়ালে আমার পায়ে টান লাগছিল। আমি এজন্য এমনভাবে দৌড়ালাম যেন পায়ে না লাগে। ওভাবেই বোলিং করছি।

ম্যাচ জেতার পর নিজের অনুভূতি কেমন ছিল?

মুস্তাফিজ: ওরকম কিছু না, আমার সবসময় একই থাকে।



আগের ওভারগুলোতে আফগান ব্যাটসম্যানরা বেশ ঝড়ো ব্যাট করেছেন। শেষ ওভারের আগে আপনার ভাবনা কি ছিল?
মুস্তাফিজ: নরম্যালি বোলিং করার দরকার, করছি। বেশি ভাবি নাই, এই কারণেই জিতছি।

ক্র্যাম্প নিয়েও বোলিং কিভাবে করলেন?

মুস্তাফিজ: পায়ে লাগছিল। কিন্তু বোলিং তো করা লাগবেই। আর কোনো অপশন নাই। বেশি লাগলে শর্ট রান আপে করতাম।

শেষ বলের আগে মাঠ সাজানো নিয়ে বা অন্য কিছু বলেছিলেন অধিনায়ক?

মুস্কাফিজ: ভাই আমাকে বলেছে, তুই যেটা ভালো মনে করিস সেটা কর। আমি জাতীয় দলে খেললে সব সময় সিনিয়রদের দেখি। কি করলে, কোনটা নিলে, কোন জায়গায় ফিল্ডার নিলে ভালো হয়। আমি বলেছিলাম। ভাইরা বলেছিল, এটাই ঠিক আছে।

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর দলের অবস্থা কি এখন?

মুস্তাফিজ: ভালো।

এই পরিস্থিতিতে অনেকবারই আমরা হেরেছি, এবার কি ভাগ্যের ছোঁয়া ছিল?

মুস্তাফিজ: সবসময়ই তো এটা লাগে বললাম, কপালে না থাকলে হতো না।

শেষ বলটা একটু বাইরে শর্ট বল মতো করেছিলেন, পরিকল্পনা কি ছিল?

মুস্তাফিজ: একটু সামনে করলে নাগালের বাইরে থাকে। পেছনে করলে, টানলেও পেছনের দিক থেকে বাদ দিলে মাঠ অনেক বড় ছিল। ছয় হলে হলো, কিন্তু চার যেন না হয়।

চার-ছক্কা হতে পারে, এসব মাথায় ঘুরছিল?

মুস্তাফিজ: আমি অত বেশি ভাবি না।

নার্ভাস লাগছিল?

মুস্তাফিজ: ভয় পেয়ে লাভ নাই।



শেষ বলটা করার পর ওই মুহূর্তের অনুভূতি কেমন ছিল?
মুস্তাফিজ: মনে নাই।

বাংলাদেশ আগেও শেষ ওভারে ৮-৯ রানের সমীকরণে হেরেছে। তবে প্রায় সবই ব্যাটিংয়ে। এবার ছিল বোলিং…

মুস্তাফিজ: শেষ ওভারে যথন ৮ রান বাকি ছিল, মাশরাফি ভাই এটাই বলছিল যে, ‘আমরা অনেকবার ৮-৯ রান করতে গিয়ে হেরেছি। আজকে তুই জিতিয়ে দে।’ ভাই বলার সময় ভালো লাগছিল। পারতেছিলাম না (ক্র্যাম্প নিয়ে) শরীর নিয়ে, তবুও চেষ্টা করলাম যে কপালে থাকলে হবে। পাশে অপু ভাই ছিল, ভাইও বলছিল যে পারবি। আমি বললাম যে, ‘কপালে থাকলে হবে, না হলে নাই।’

‘ভাইয়ের’ কথায় কতটা অনুপ্রেরণা পেয়েছিলেন?

মুস্তাফিজ: সবসময়ই মাশরাফি ভাই, সাকিব ভাই, তামিম ভাই, সিনিয়র যারা আছে, সবাই কিছু বললে আমার ভালো লাগে।

এখন শরীরের কি অবস্থা?

মুস্তাফিজ: ভালো, সব ভালো।
Reply With Quote