View Single Post
  #64  
Old December 3, 2018, 06:03 PM
mufi_02's Avatar
mufi_02 mufi_02 is offline
BanglaCricket Staff
Editorial Team
 
Join Date: August 2, 2011
Location: NY
Favorite Player: Lara, Shakib
Posts: 8,002

Quote:
Originally Posted by fuadomar
How would you rate him? Any insider? Is he a good tactician? Is he working on improving batting or bowling techniques?
Quote:
সাকিব আল হাসানের সঙ্গে স্টিভ রোডসের রসায়নটা জমেছে বেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের আগে বলেছিলেন, ‘সাকিব হলো সবচেয়ে সেরা ট্যাকটিক্যাল অধিনায়ক।’

সংবাদ সম্মেলনে সাকিবই বললেন, কোচের অনুরাধে তিনি খেলেছেন, ‘সত্যি কথা বলতে, প্রথম টেস্টটা আমি খেলতে চাইনি। একমাত্র কোচের কারণেই খেলাটা হয়েছে। আমাকে যতবার বলেছে, বলেছি পারব না। আমার বিশ্বাসটাই ছিল না। আপনারা যদি আমার বোলিং দেখেন, আমি ৩-৪ ওভারের স্পেল করেছি। আমার শরীরের অবস্থা ওই রকম ছিল না। কিন্তু কোচ যেটা বলেছে যে, তুমি ম্যাচ খেলেই ফিট হতে পারবা।’
what rhodes thinks of shakib --

Quote:
প্রশ্নটা হলো সরাসরি, ‘প্রতিশোধ’ নিয়ে কতটা তৃপ্ত? তৃপ্তির কথা বলতে গিয়ে অধিনায়ক সাকিবের প্রশংসাই বেশি করলেন রোডস, ‘প্রতিদিনই কিছু করার থাকে, এটিই আগামী দিনের ইতিহাস তৈরি করে। এবার আমরা ওয়ানডে সিরিজ নিয়ে ভাবব। তবে এ মুহূর্তে টেস্ট সিরিজ জয়টাকে বড় করে দেখছি। দুটি টেস্টেই ও যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সাকিবের কথা আলাদা করে বলতেই হবে। একজন খেলোয়াড় কিংবা একজন অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।’
what shakib thinks of rhodes --

Quote:
আর রোডস সম্পর্কে সাকিবের ধারণা কী, সেটি অধিনায়ক বলেছেন মিরপুর টেস্ট শুরুর আগেই, ‘আমার মনে হয়, ও খুব বন্ধুভাবাপন্ন। ওর ভালো একটা গুণ, সবার সঙ্গে খুব সহজে মিশতে পারে। যেটা একটা কোচের খুব বড় গুণ। ম্যান–ম্যানেজমেন ট খুব ভালো, আমার কাছে মনে হয়, আন্তর্জাতিক পর্যায়ে এটা অনেক গুরুত্বপূর্ণ।’
https://www.prothomalo.com/sports/ar...A7%87%E0%A6%B6

looks like rhodes' relationship is very different compared to Haturi's
__________________
Bangladesh
Reply With Quote