View Single Post
  #9  
Old February 29, 2008, 06:16 PM
BD-Shardul BD-Shardul is offline
Banned
 
Join Date: October 16, 2006
Location: Doha, Qatar
Favorite Player: Mash,Shakib,Tamim
Posts: 7,046

খরগোশ যখন শিকারীর সামনে পড়ে যায়, মৃত্যু নির্ঘাত জেনেও চোখ বন্ধ করে ভাবতে চেষ্টা করে, "আহা! আমার সামনে তো কেউ নাই।" বেচারা ক্রইকম্যান ভাইয়ের হল সেই দশা। ভালো করেই জানেন কী ঘটবে, কিন্তু খরগোশের মত চোখ বন্ধ করে ভাবছেন, মৃত্যুর আগে একটু ভাবালুতাই বা মন্দ কী? সেইজন্যই খুলেছেন এই সুতা। ক্রিকম্যান ভাই, আমি কি ভুল বললাম? ভাইজান, আপনারা সবাই ভোট দেন যে টাইগাররা ৫০০+ রান করবে। সংসয়ের কাটা দুলে দুলে শেষ পর্যন্ত বাম দিকেই হেলে পড়ে। করুণ পরিণতি যখন অনিবার্য, তখন চলুন ক্রিকম্যান ভাইয়ের মত আমারাও একটু ভাবালুতা করি এই সুতায়।

Reply With Quote