View Single Post
  #16  
Old October 23, 2008, 04:27 PM
billah billah is offline
Banned
 
Join Date: September 5, 2003
Posts: 5,364

এ টি এম আর: আপনের ভাইষ্য পইরা আমারই কান্দন আইতাছে...

Quote:
Originally Posted by asifthemanrahman
এহতেশামুল ভাই, আপনার লেখা পড়ে চোখ ভিঁজে গেল। এক ইপিয়াসের নিপুন চতুরতায় যেমন ট্রয়ের দেয়াল ভেদ করে ঢুকে পড়েছিল স্পার্টানেরা, ঠিক তেমনি আজ এক ভট্টাচার্য্যের নেতৃত্বে আমাদের রক্ষণ দেয়াল ভেঙ্গে চুরমার হয়ে গেল। স্পার্টানদের মতই হয়তো কিউইদের এই বড় জয়ের পর চরম ধ্বংসের সম্মুক্ষীন হতে হবে, কিন্তু পরের কথা পরে। সাকিব-রাজ্জাক-নায়ীমের ঘুর্ণিঝড় উপেক্ষা করে ভট্টাচার্য্য যেভাবে তীর থেকে আমাদের তরী ডুবিয়ে দিল, সেই দুঃখ কিন্তু সহজে ভুলবার নয়।

আজ আমি কাঁদব। বালিশ ভিঁজিয়ে কাঁদব। বিছানার চাঁদর চোখের জ্বলে চুবিয়ে চুবিয়ে কাঁদব। কাঁদতে কাঁদতে নয়ন জোড়া রক্তাক্ত করে ফেলব। বন্যা হবে আমার ঘরে।

কিন্তু কাল আমি কাঁদব না। কাল আমি ঘরের পানি ঝাঁড়ু দিয়ে পরিস্কার করব। কারন কাল যখন আশরাফুল ঝাঁড়ু মেরে জিরু বানিয়ে দিবে নিউজীল্যান্ডের হতচ্ছারা বোলারদের, সেই ঝাঁড়ুর গর্জনে পুনর্জাগরণ হবে আমার। হাজার হোক আশরাফুলের ঝাঁড়ুর ঘা হ্যারী পটারের ঝাঁড়ুর চাইতে অধিক হিংস্র।
Reply With Quote