View Single Post
  #1  
Old May 19, 2009, 02:45 AM
Baundule's Avatar
Baundule Baundule is offline
Cricket Legend
 
Join Date: November 5, 2004
Favorite Player: Lara
Posts: 5,902
Default আইপিএল স্ট্রাটেজী ব্রেকে আশরাফুল ও মাশরাফি

Sharing a funny post from the sachalayatan blog.

........


"আচ্ছা, ল্যাপটপের ব্যাপারটা বলতো। ল্যাপটপে কি আছে? আমি তো ল্যাপটপে হিন্দি মুভি দেখা আর ফেসবুকিং করা ছাড়া অন্য কোনো কাজ পাই না, এইটা দিয়া ক্রিকেট খেলার হিসাবকিতাব কেমনে হয়?"

মাশরাফি একটু ভেবে বলে, "আমিও ঠিক বুঝি না। তবে একবার কম্পিউটারে ফুটবল খেলতে দেখছিলাম এক ফ্রেন্ডরে। সেইটাইপ কিছু একটা হবে।"

আশরাফুল কনভিন্সড হয় না দেখে মাশরাফি ট্রাই করে, "যতো যা-ই বলিস, লোকটা বিরাট জ্ঞানী, অস্ট্রেলিয়া থিকা আসছে, তারওপরে ভরসা করা যায়।"

ভরসা যে করা যায় না, তা আশরাফুলের চেয়ে ভালো আর কেউ জানে না। এই ব্যাটার শিষ্য সিডন্স বাংলাদেশের কোচ হয়ে আসার পর থিকাই আশরাফুলের জান কালা কইরা ফেলছে। আগের আশরাফুল যে দুয়েকটা ঈদ ইনিংস খেলতো, তাতে বাংলাদেশ অন্তত দুয়েকটা ম্যাচ জিততো। এই ব্যাটা এসেই একের পর এক নিষেধাজ্ঞা জারি শুরু, প্যাডল সুইপ খেলতে পারবা না, পুল শট খেলতে পারবা না, হুক করতে পারবা না, আরে ব্যাটা তাইলে করবো টা কি? প্রথম প্রথম সেও ভাবছিলো, এই ব্যাটা অস্ট্রেলিয়ান মাল, বেশি বুঝে, তারে ফলো করে দেখা যাক। একবার ৬০ বলে ২০ রান করে আউট হওয়ার পরদিন গোল্লা ভাইয়ের সাথে দেখা, সে কয়, "আশরাফুল, শুনলাম, তুই আমারে ফলো করতাছোস। ভালো, ভালো। তবে শোন, লেগ স্পিনাররে কখনো অফসাইডে খেলবি না, তাকে খেলবি বামপা দুই কদম সামনে এগিয়ে ডান পা এক কদম পিছিয়ে, পুরা শরীরের ভর পিছনের হাঁটুর ওপর দিয়ে স্ট্রেইট ব্যাটে আলতো করে লেগ সাইডে ঘুরিয়ে শট ফাইন লেগের ফিলডারকে পাশ কাটিয়ে মাটি কামড়ে ...."

আশরাফুলের গা জ্বলে গেছে এই উপদেশ শুনতে শুনতে। সে শেষমেষ সিডন্সকে গিয়ে বলেছে, "তোমার স্ট্রাটেজি আমি মানি না, আমারে আমার মত খেলতে দাও।"

.....

Source: sachalayatan
__________________
try your best.
Reply With Quote