View Single Post
  #3  
Old May 19, 2009, 03:34 AM
SMHasan's Avatar
SMHasan SMHasan is offline
Cricket Legend
 
Join Date: June 20, 2005
Location: Dhaka
Posts: 3,061
Default Must read:আইপিএল স্ট্রাটেজী ব্রেকে আশরাফুল ও মাশরাফি

I can't help but sharing it with you people.

To Mods: If you think it does not belong here then please remove it and put it on a different place.

Warning: Strong language throughout

স্ট্রাটেজি ব্রেক ১:
"কী রে বেটা, খুব মৌজে আছোস দেখতাছি?"

"আর কইস না দোস্ত, চাইরদিকে খালি ঈদ আর ঈদ।" কোলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ানসের খেলার প্রথম স্ট্রাটেজি ব্রেকের সময় বাংলাদেশ ভাইস ক্যাপ্টেন মাশরাফি মুর্তাজার প্রশ্নের জবাবে উচ্ছ্বসিত ক্যাপ্টেন আশরাফুল, "আজকের মিস বলিউড আইপিএল সাউথ আফ্রিকারে দেখছোস? "

মাশরাফি তার বিরক্তি চেপে রাখতে পারে না, "গ্যালারিতে এত সব সুন্দর সুন্দর মাইয়া কালা চশমা লাগাইয়া চুলে শেড কইরা বইসা আছে, আর মিস বলিউড আইপিএলের জন্য চুজ করতেছে এক একটা কেবি ক্যাটেগরীর জিনিস, মেকআপ ছাড়াই হরর ফিলমে অভিনয় করতে পারবো।"

'তুই সুন্দরের কি বুঝোস' টাইপ দুএকটা কড়া কথা শুনিয়ে দিতে ইচ্ছে করে আশরাফুলের, তবে সে মাশরাফিকে অল্প অল্প ডরায়। তাছাড়া মোনালিসার সাথে তার সম্পর্কটা এখন টানাটানির মধ্যে আছে। ওইটা নিয়ে আল্লাহ না করুক, দুঃখজনক পরিণতি হলে তখন খেপাইয়া তারে আর আস্ত রাখবে না। আশরাফুল কথা ঘুরায়, "দোস্ত, স্ট্রাটেজিক ব্রেক নিয়া তোর বক্তব্য কি?"

"এইটা একটা মহা ফালতু জিনিস। দশ ওভার ব্যাট করার পর যখন ব্যাটসম্যান একটু সেটেলড হয়, তখন তারে কানে ধরে প্যাভিলিয়নে পাঠাও। ললিত হালায় যদি একদিন ব্যাটিং করতে মাঠে নামতো ..."

আশরাফুল বুঝে মাশরাফির রাগ এখনো কমে নাই। সে মিনমিন করে বলে, "কিন্তু এতে যে সমাজ সেবা হয়। গরীব মেধাবী ছাত্রদেরকে ১৫ হাজার Rand করে স্কলারশীপ দেয় ..."

মাশরাফি একটু কৌতুক অনুভব করে, "আমগো দ্যাশে কালা টাকা সাদা করনের খবর জানোস? এইটাও ছেম। স্পন্সর, এয়ারটাইম বিক্রিতো সাদা রাস্তা, এর বাইরে খেলা নিয়া বাজি ধইরা মিলিয়ন মিলিয়ন ডলার কালা ইনকাম। তার থিকা দুই-দশ-পাঁচ হাজার দাতব্য দেখাইয়া ভালো মানুষ সাজার স্ট্যান্টবাজি এইগুলান।"

আশরাফুল এর বিপক্ষেও তেমন যুক্তি খুঁজে পায় না, সে নিজেও রিউমার শুনেছে মাশরাফির টীমের কোচ আর মালিকপক্ষই নাকি মাশরাফি খেলবে কি খেলবে না, এ নিয়ে বাজিকরদের সাথে কিসব ম্যাচফিক্সিংয়ে জড়িত। তবে সাথে সাথে আরেকটা কথা চিন্তা করে তার মনে খারাপ হয়, 'আমগো যুবরাজ যদি এই দাতব্য লাইনে যেত!' ইনফ্যাক্ট তার 'যা খাবো, ছিঁবড়ে করে খাবো' নীতিতে আশরাফুল কট্টোর জাতীয়তাবাদি সাপোর্টার হয়েও একটু বিরক্ত।

অন্যমনস্ক আশরাফুলের প্রতি মাশরাফি একটু নরম হয়। "তখন পোলককে কি জিগাইতেছিলি?" স্ট্রাটেজি ব্রেকের আগেই শন পোলকের পাশে বসে হাতপা নাড়িয়ে অঙ্গভঙ্গি করে পোলকের সাথে আশরাফুলকে বাতচিত করতে শুনেছে পাশের দলের বেঞ্চি গরম করা মাশরাফি।

"লেগ স্পিনাররা স্লো বাউন্সার দিতে হইলে বল কেমনে গ্রিপ করতে হইবো, তারে জিগাইতেছিলাম। হালার ইংরেজি উইক, কি কইছে পুরা বুঝতে পারি নাই। তয় 'পেস', 'স্লোয়ার', 'স্পিন', 'বাউন্সার' কীওয়ার্ডগুলো ক্যাচ করতে পারছি। মনে হয়, কইছে স্পিনাররা পেস কমাইয়া স্লোয়ার বল কইরা একটু স্পিন করাইলে সেইডা মারাত্মক স্লো বাউন্সার হইবো।"

মাশরাফি হো হো করে হেসে ওঠে, মিটার চারেক দূরে বসলেও পোলকের কথাগুলো সে শুনতে পেয়েছিলো বিশেষ মনোযোগের কারণেই; সে কইছে, স্লোয়ার বাউন্সার স্পিনারদের জন্য না, আর এই আবালে বুঝছে কি! সে মুখে শুধু বলে, "বেশ, বেশ।"

মাশরাফি এবার একটু মন খারাপ করা সুরে আশরাফুলরে জিগায়, "আচ্ছা, তোরে যে এই প্রতিদিন সাইড বেঞ্চে বসায় রাখে, তোর খারাপ লাগে না? সবসময় দেখি ফুরফুরা মেজাজ, রহস্য কি?"

"এইটাইতো মজা রে বলদ। যতক্ষণ মাঠে না নামতেছি, ততক্ষণ পাবলিক ভাববো, আমি নামলেই ম্যাচ জিতা যাইতাম। সাউথ আফ্রিকান পিচ বড়ো কঠিন জিনিস, এইখানে পাবলিক সিমপ্যাথির জন্য ম্যাচ খেলার চাইতে না খেলায়ই রিস্ক কম।"

"কিন্তু আমরাতো ক্রিকেট খেলতেই আইপিএলে আসছি, নাকি?"

"ভুল বুঝছোস, আমরা এইখানে আসছি টাকা কামাইতে। শপিং টপিং করবো, সাউথ আফ্রিকা ঘুরবো, দেশেও ক্রিকেট খেলতে হইবো না, পুরা পেইড হলি ডে।" আশরাফুলের বিষয়বুদ্ধি টনটনা।

মনে মনে তারে নোয়াখাইল্যা গালি দিলেও শেষ চেষ্টা করে, "কিন্তু তোর দল যেভাবে হারতেছে, সেমিতে তো যাইতে পারবো না, এতে মন খারাপ লাগে না? আমার কোলকাতা সেমি থিকা আউট, আমার এখন রাতে ঠিকমতো ঘুম হয় না, যদি সামনের বছর আর না খেলায়?"

"বলদ কোথাকার", আশরাফুল সস্নেহে পাগলা মাশরাফিকে বুঝায়, "আমাদের কন্ট্রাক্ট কি খেলানোর জন্য? তুই আগে পরে হিসাব করে দ্যাখ। আমাদের মধ্যে বেস%
__________________

ওইখানে আমিও আছি /যেইখানে সূর্য উদয়/প্রিয়দেশ পাল্টে দেবো/তুমি আর আমি বোধহয়/কমরেড, তৈরি থেকো/গায়ে মাখো আলতা বরণ/আমি তুমি আমি তুমি/এভাবেই লক্ষ চরণ

Last edited by SMHasan; May 19, 2009 at 09:40 AM..
Reply With Quote