View Single Post
  #10  
Old May 19, 2009, 06:19 AM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524

আশরাফুলের চোখ একটু চকচক করে, যদিও বাংলা বুঝার লোক আশেপাশে কম, তবুও সে একবার চারিদিকে চোখ বুলিয়ে নিশ্চিত হয়ে নেয়, "দোস্ত, তোরে একটা কথা কই, কাউরে বলিস না। ব্যাটসম্যান হিসেবে টেন্ডুর চেয়ে আমি কোনো দিক দিয়াই খারাপ না। আমার হাতে যে পরিমাণ শট আছে, তা টেন্ডুর বাপেও কোনোদিন খেলতে পারবো না। তয় দোস্ত, আমার লাক খারাপ, বোলাররা আমার এগেইন্সটে ভালো বল করে, তাই আউট হইয়া যাই।"


hahahahha !!! good one !

is it bangladeshi version of Fake IPL Player blog ?!
Reply With Quote