View Single Post
  #6367  
Old August 29, 2012, 04:14 PM
mufi_02's Avatar
mufi_02 mufi_02 is offline
BanglaCricket Staff
Editorial Team
 
Join Date: August 2, 2011
Location: NY
Favorite Player: Lara, Shakib
Posts: 8,002


হাঁটুতে সমস্যা। খেলার মাঠে তাই বাড়তি সতর্ক সাকিব। কাল মিরপুরে


ছুরি চালাতেই হবে হাঁটুতে

ব্যাপারটা এখনো ভাবনার পর্যায়ে। তবে সাকিব আল হাসান সে চিন্তাভাবনা জোরেশোরেই করছেন। কাল একাডেমি মাঠের প্রথম প্রস্তুতি ম্যাচের সময় খেলোয়াড়দের তাঁবুতে বসে ফিজিও বিভব সিংয়ের সঙ্গে আলাপ করছিলেন হাঁটুর অস্ত্রোপচার করানোর সম্ভাব্য সময় নিয়ে। হাঁটুতে বাধা ছিল ক্র্যাপ ব্যান্ডেজ।

বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। এ ধরনের অস্ত্রোপচারের পর সুস্থ হতে কমপক্ষে দেড় মাস সময় লাগে। কিন্তু সামনে এত ব্যস্ততা যে অস্ত্রোপচারের জন্য সময় বের করাই মুশকিল। কাল যাচ্ছেন ত্রিনিদাদ সফরে। সেখান থেকে যাবেন শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। এরপর নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ, বিপিএল, আইপিএল।

সাকিব এই ব্যস্ততার মধ্যেও অস্ত্রোপচারটা সেরে ফেলতে চাইছেন। ‘যে সমস্যা, সেটা অপারেশন ছাড়া ঠিক হবে না। অপারেশন করাব। তবে কখন করাব, ঠিক করিনি। বিশ্বকাপের পরে হতে পারে। সে ক্ষেত্রে যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস হয়ে যায়, তাহলে আরও পরে করাব।’ কাল একাডেমি মাঠে দাঁড়িয়ে বলছিলেন সাকিব।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ৭ অক্টোবর। বাংলাদেশ দল ফাইনাল পর্যন্ত গেলে ভালো, না গেলে বিশ্বকাপের পর পরই অস্ত্রোপচার করাতে পারেন সাকিব। সে ক্ষেত্রে নভেম্বরের শেষ দিকে শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস হওয়ার আশঙ্কা থাকে। মিস করবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলাও। ৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হবে এই টুর্নামেন্ট।

বাঁ হাঁটুর জোড়ার মিনিসকাস ক্ষয় হয়ে গেছে সাকিবের। গত জুনে জিম্বাবুয়ে সফরে যাননি এই ইনজুরির জন্যই। সরাসরি কোনো আঘাতে নয়, মিনিসকাসের ওপর অতিরিক্ত চাপ বা ঘর্ষণ থেকেই এই চোট বলে জানালেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী, ‘সর্বশেষ এমআরআই রিপোর্টে দেখা গেছে, ওর ডিজেনারেটেড মিনিসকাস সমস্যা হয়েছে। অনেক সময় সরাসরি আঘাতে এটা হয়। তবে সাকিবেরটা বারবার ব্যবহারের ফলে হয়েছে বলে আমাদের ধারণা। ও স্পিনার, হয়তো বল করতে গিয়ে সব সময় একইভাবে ঘুরেছে পা টা।’
বিসিবির চিকিৎসক ও ফিজিওদের মতে, সাকিব চাইলে এই ইনজুরি নিয়েও খেলা চালিয়ে যেতে পারেন। তবে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হতে পারে তখন। বাঁ পা ব্যবহারে অবচেতনেই বাড়তি সতর্ক হয়ে উঠতে পারেন। বোলিং-ফিল্ডিংয়ের ওপর প্রভাব ফেলতে পারে সেটা। চিন্তামুক্ত হতে এ ধরনের ইনজুরিতে তাই অস্ত্রোপচারই একমাত্র সমাধান। চিকিৎসক-ফিজিওরা তাই সাকিবের ওপরই ছেড়ে দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার ভার।


http://www.prothom-alo.com/detail/da...30/news/285070
Reply With Quote