View Single Post
  #100  
Old July 20, 2009, 10:30 AM
AsifTheManRahman's Avatar
AsifTheManRahman AsifTheManRahman is offline
Super Moderator
BC Editorial Team
 
Join Date: February 12, 2004
Location: Canada
Favorite Player: Ice Man, Chatter Box
Posts: 27,678

Quote:
Originally Posted by bd-shardul
let me pull a tagore on mohammad ashraful :d

আগ্নেয়গিরির আগ্নুৎপাতে গিরি সংলগ্ন লোকালয় ও বাড়ি-ঘর যেমনিভাবে ভস্মীভূত হইয়া যায়, আশরাফুলের সুপ্ত প্রতিভার আচানক উদগীরণে প্রতিপক্ষ ঠিক তেমনিভাবেই বিধস্ত হইয়া যায়। কিন্তু বর্ষার আকাশের বিজলী চমকের মতই আশরাফুলের ক্ষণস্থায়ী ইনিংসগুলা দর্শক-সমর্থকবৃন্দকে যতটা না আনন্দ দান করে, তাহার চেয়ে অতিগুণ বেশি মাত্রায় বেদনায় দীর্ণ করে। দলকে বেকায়দায় ফেলিয়া, প্যাভিলিয়িনের আরাম কেদারায় বসিয়া, বত্রিশ দন্ত সম্পূর্ণ নিরাভরণ করিয়া আশরাফুল দিব্যি হাওয়া খাইতেছে-- দূরদর্শনের পর্দায় নিত্যনৈমিত্তিক এই ছবি দেখিয়াও আশরাফুলের জয়গান গাহিবার লোকের অভাব কোনদিনই পরিলক্ষিত হয় নাই। মাঝ দরিয়ায় জাহাজ ডুবির পর মাল্লারা হস্তের কাছে যাহা পায় তাহাই মুষ্ঠিগত করিয়া উত্তাল প্রলয়ঙ্কারী তরঙ্গের বিরুদ্ধে যেইভাবে বাঁচিবার সংগ্রামে লিপ্ত হয়, ফজল মামুর তীহ্ম নৈর্ব্যক্তিক বিশ্লেষণ আর যুক্তিশীল আলোচনার বিপরীতে ক্ষণপ্রভাময় সেই ইনিংসগুলোকে সম্বল করিয়া, জীবন বাজি রাখিয়া আশরাফুল-সমঝদারগণ এক অসম যুদ্ধে অবতীর্ণ হয়। এই বিশ্ববিধাতা কাহাকেও মনে হয় পারফেক্ট করিয়া এই পৃথিবীতে পাঠান না; নইলে বদান্যতার যে হস্তে তিনি আশরাফুলকে প্রতিভা দান করিয়াছেন, সেই হস্তের ফাঁক ফোকর দিয়া যদি কাণ্ডজ্ঞানের ছিটে-ফোঁটাও আশরাফুলকে দান করিতেন, তাহা হইলে ট্যালেন্ট আর বুদ্ধিপ্রকর্শের মণিকাঞ্চণ যোগে যে আশরাফুলের জন্ম হইত, সেই আহরাফুলের দীপ্তিতে রুবেল মিয়ার এই সুতা উহারই গলায় কণ্টকের মত বিধিত। ফজল মামুর সাংগপাঙ্গরা মুখ লুকাইবার জায়গা খুঁজিত আর বাংলাক্রিকেটের গা হইতে আশরাফুলের সম্মানের প্রতি ধৃষ্টতাপুর্ণ, কলঙ্কের কালিমালেপনকারী এই সুতা মুছিতে বিজ্ঞ মডবৃন্দে কিছু মাত্র কালখেপণ করিতেন না।
মারহাবা, মারহাবা। আপনার এ লেখা পড়িলে স্বয়ং ব্যাটিং গুরুর (অর্থাৎ আশরাফুলের) নয়ন জোড়াও বানের জ্বলে থল থল করিয়া উঠিত। ক্রোধ, দুক্ষ-কষ্ট ও হাসি-খুশির এক অদ্ভুত মিশেলে ভরিয়া যাইত তাহার কৈ মাছের প্রাণটা। সংগ্রামী আশরাফুল তখন বুক ফুলাইয়া তলোয়ার হাতে মাঝ-মাঠে ছুটিয়া গিয়া বিনা রানে নিজের উইকেট বিলিয়া দিয়া আসিতেন।
__________________
Screw the IPL, I'm going to the MLC!
Reply With Quote