View Single Post
  #66  
Old November 1, 2012, 09:10 AM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524

Quote:
Originally Posted by cricheart
Any update on this?
খেলোয়াড়দের সম্মানী পরিশোধ না করায় ফ্র্যাঞ্চাইজিগুল র সঙ্গে চুক্তি করতে পারছে না বিসিবি। গত ২০ অক্টোবর তাদের শেষ সময় দিলেও তাতে কোন লাভ হয়নি। একটি ফ্র্যাঞ্চাইজিও তাদের খেলোয়াড়দের শতভাগ সম্মানী দেয়নি। এনিয়ে গত ২১ ও ২৪ অক্টোবরের বোর্ড সভায় বিস্তর আলোচনা হয়। গত ২৪ তারিখ দুটি ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহী ও ঢাকা গ্ল্যাডিয়েটরসের কার্যক্রমও স্থগিত করেছে বিসিবি। এই দুটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আগের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানালেন জালাল ইউনুস, ‘যাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে তা বহাল থাকবে। তবে তাদের কাছে যা জিজ্ঞাসাবাদ করার তা করবে কমিটি।’

বিপিএলের এই দুটি দলের কার্যক্রম স্থগিতের কারণ সম্পর্কে মিডিয়া কমিটির চেয়াম্যান বললেন, ‘এই দুটো ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট অন্যদের থেকে অনেক কম। সেজন্য আমরা কার্যক্রম স্থগিত করেছি।’

যদিও গত ২৪ অক্টোবর ঢাকা গ্ল্যাডিয়েটরস তাদের খেলোয়াড়দের পারিশ্রমিক শোধ করেছেন চেকের মাধ্যমে। প্রত্যেক খেলোয়াড়কে ৮ ও ২৯ নভেম্বরের চেক দিয়েছে। কাগজে কলমে ঢাকা গ্ল্যাডিয়েটরস এখন তাদের খেলোয়াড়দের বকেয়া পরিশোধ দেখালেও দেখাতে পারবে। কিন্তু দুরন্ত রাজশাহী আগের মতোই চলছে।


source
Reply With Quote