View Single Post
  #1  
Old February 16, 2011, 03:56 PM
Shumit Shumit is offline
Club Cricketer
 
Join Date: January 23, 2006
Location: Poughkeepsie, New York, USA
Posts: 73
Default  আমাদের পাশে থাকুন - সাকিব আল হাসান

"বিশ্বকাপের সময় মাঠের বাইরেও কিছু চাওয়ার আছে আমার। অনেক সময় কোনো রেস্টুরেন্টে খেতে গেলে বা কোথাও ঘুরতে গেলে অনেক মানুষের সঙ্গে দেখা হয়। তারা যদি তখন বলেন, ‘কি ভাই, কী খেললেন...’, এই কথাগুলো খেলোয়াড়দের খুবই খারাপ লাগে। খারাপ খেললে খেলোয়াড়েরা নিজেরাই কিন্তু মানসিক যন্ত্রণায় থাকে। তাদের চেয়ে কেউ বেশি কষ্ট পায় না। সবাই এটা খেয়াল রাখলে আমাদের জন্য ভালো। ভালো খেললে তালি, খারাপ খেললে গালি—এই ধারাটা দূর হলে আমরা হয়তো আরও ভালো খেলতে পারব।"

" একজন ব্যাটসম্যান যখন আউট হয়ে উইকেট থেকে ড্রেসিংরুমে ফেরে, তার কাছে ওই পথটা যেন আর শেষই হতে চায় না। অথচ অনেক দর্শক তখন আজেবাজে কথা বলে। হয়তো আগের ম্যাচেই একজন রান করেছে, পরের ম্যাচে রান না করলেই শুরু হয়ে যায় গালি! মিরপুরে আমাদের ড্রেসিংরুমটা গ্যালারির সঙ্গেই বলে সবই শুনি আমরা। সবাই ভুলে যায়, একজন ব্যাটসম্যানের জন্য আউট হওয়ার সময়টার চেয়ে কষ্টের সময় আর হয় না। আমি অনুরোধ করব, ওই সময় নেতিবাচক কিছু না বলে সাপোর্ট করুন। "

http://www.prothom-alo.com/detail/da...16/news/131927
__________________
Bangla till I die
Reply With Quote