View Single Post
  #18  
Old July 16, 2011, 11:29 PM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default দুর্নীতি দমন ইউনিট গঠন করবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটের জন্য একটি দুর্নীতি দমন ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

সিলেটে শুক্রবার বিসিবি পরিচালনা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ড আইসিসির রুপরেখা অনুযায়ী, ঘরোয়া ক্রিকেটের জন্য একটি দুর্নীতি দমন ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

বোর্ডের সভায় দুর্নীতি দমন ইউনিট গঠন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভবিষ্যত সফরসূচি পরিকল্পনায় (এফটিপি) ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের ভারত ও ইংল্যান্ডে কোনো সিরিজ নেই। পরবর্তী এফটিপির আওতায় দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে আলোচনা করতে ওই দুই দেশ এবং অস্ট্রেলিয়ায় একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

গত এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর করে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দল। এবার জিপি-বিসিবি একাডেমি দল ৩ থেকে ২২ অগাস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফর করবে।

জাতীয় দলের বিশ্লেষক নাসির আহমেদ নাসুর সঙ্গে চুক্তির মেয়াদ ২০১২ সালের জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বোর্ড সভায় জাতীয় দলের নতুন ফিজিও হিসেবে বিভব সিংয়ের নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। মাইক হেনরির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। এছাড়া প্রধান কোচ স্টুয়ার্ট ল ও ফিল্ডিং কোচ জেসন সুইফটের নিয়োগের ব্যাপারেও অনুমোদন দিয়েছে বোর্ড।

আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের সঙ্গে একজন নির্বাচক যাবেন বলে নিশ্চিত করেছে বিসিবি। ২৮ জুলাই একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশের জিম্বাবুয়ে পৌঁছানোর কথা।

প্রাক্তন খেলোয়াড়দের কল্যাণ কার্যক্রমের অংশ হিসেবে প্রবীণ দুলু আফেন্দিকে ২ লাখ টাকা সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বাংলাদেশ 'এ' দলের খেলোয়াড়দেরও বেতন কাঠামোয় আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে পূর্ণাঙ্গ পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন কেবল জাতীয় দলের ক্রিকেটাররা।

পর্যবেক্ষণের পর মতামত জানানোর জন্য আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি খসড়া পরিচালকদের দেয়া হয়েছে।



SOURCE
Reply With Quote