View Single Post
  #1364  
Old October 30, 2011, 08:39 PM
shuziburo's Avatar
shuziburo shuziburo is offline
Moderator
 
Join Date: April 12, 2007
Location: Dhaka / NYC Metro Area
Favorite Player: Shakib, Nasir, Sir Don
Posts: 10,007

If this is true, why didn't Loitta use his 'connections' to set the offenders 'straight?' If he could not, what is the point in his being a top rongbuzz?

Quote:
Originally Posted by sheshprohor
এ কেমন আচরণ জাতীয় দলের খেলোয়াড়ের সাথে ?

আগের দিন যিনি নেটে দিব্যি বোলিং করে গেলেন, সন্ধ্যার পর টিম মিটিংয়েও ছিলেন, হঠাৎ কী এমন হলো যে, একাদশের বাইরেই চলে গেলেন চট্টগ্রাম টেস্টের নায়ক ইলিয়াস সানি। 'পেটের পীড়ায় শরীর ভালো নেই এই স্পিনারের।' টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে হঠাৎ দেওয়া এ যুক্তি শুরু থেকেই ছিল বড্ড নড়বড়ে। বেরিয়ে এলো সানির অন্তর্ধানের নেপথ্যের কারণ। পেটের পীড়া নয়, বৃহস্পতিবার রাতে পারিবা...রিক বিবাদে জড়িয়ে মানসিকভাবে ভেঙে পড়েন সানি, শুক্রবারও আরেক দফা হোটেল থেকে বাড়িতে গিয়ে ভুল করেন তিনি। শনিবার সকালে দেখা বিধ্বস্ত সানিকে তাই আর শেষ মুহূর্তে ঢাকা টেস্টের একাদশে রাখেননি কোচ স্টুয়ার্ট ল।

শুক্রবার রাতে বাড়ি থেকে একটি জরুরি ফোন আসে সানির মোবাইলে। ছেলে এখন বড় ক্রিকেটার হয়েছে, পাওনা টাকা দিয়ে দাও_ এ দাবিতে সানির এক নিকটাত্মীয় রাতে সানিদের বাড়িতে সদলবলে চড়াও হয়। ঘটনাটা এতটাই বাজে মোড় নিয়েছিল যে, সানিকে বাধ্য হয়েই হোটেল থেকে তার লালবাগের বাড়িতে ছুটে যেতে হয়। গভীর রাত পর্যন্ত সেখানেই পাওনাদারদের সঙ্গে দেনদরবার করতে হয়। এলাকার মুরবি্বদের নিয়েও সালিশি বৈঠকেও সমঝোতা হয়নি।
আমার ম্যাচ আছে, আমাকে ছেড়ে দিন_ পাওনাদারদের কাছে সানির এ আর্তি কোনো প্রভাব ফেলেনি। সুত্র জানায়, এক পর্যায়ে স্থানীয় সাংসদ ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিনের হস্তক্ষেপে ইলিয়াস সানি টিম হোটেলে ফিরে যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, 'সানি গতকাল থেকেই মানসিকভাবে বিধ্বস্ত ছিল। চট্টগ্রাম টেস্টে অমন একটা পারফরম্যান্স করার পরও বাড়ির ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। একসময় এমন অবস্থা হয়ে যায় যে, দেশের হয়ে খেলার চেয়ে তার পরিবারকে বাঁচানোটাই সানির কাছে বড় দায়িত্ব হয়ে দাঁড়ায়। নিরুপায় হয়ে সানিকে রাতেই বাড়িতে যেতে হয়।
__________________
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ।
Reply With Quote