View Single Post
  #1  
Old August 11, 2009, 02:13 PM
Eshen's Avatar
Eshen Eshen is offline
Cricket Guru
 
Join Date: August 27, 2007
Posts: 14,497
Default BCB Plans to strengthen A-team

'এ' দলকে শক্তিশালী করতে উইন্ডিজের সঙ্গে বিসিবির চুক্তির উদ্যোগ

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের পূনর্বাসন হয় 'এ' দলে। যাতে ফর্মে ফিরতে পারেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদেরও 'এ' দল থেকেই অভিজ্ঞ করে গড়ে তোলা হয়। বেশির ভাগ দেশই এ নিয়ম মেনে চললেও বাংলাদেশে 'এ' দলের কার্যক্রম আছে নামে মাত্র। এবার অবশ্য নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের পাশাপাশি শক্তিশালী 'এ' দল গড়ে তোলার উদ্যোগ নিতে যাচ্ছে তারা।

মঙ্গলবার বিসিবির সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিজ্ঞতার অভাবে জাতীয় দলে সুযোগ পেয়ে অনেকেই বিদেশ সফরে মানিয়ে নিতে পারে না। এ দলের হয়ে বিদেশে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলে জাতীয় দলেও ভাল করবে তারা। সে কারণেই আমরা 'এ' দলের কার্যক্রম গতিশীল ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।"

'এ' দলকে শক্তিশালী করতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছে বিসিবি। দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি হলে বাংলাদেশ 'এ' দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। আর ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল বাংলাদেশে খেলতে আসবে। এতে বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি আরো মজবুত হবে বলে মনে করেন বিসিবি সহ-সভাপতি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় সাজ্জাদুল আলম এ বিষয়ে সে দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজ বোর্ড সভাপতি জুলিয়ান হান্ট এবং ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান টনি হাওয়ার্ড বিসিবির প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েছেন। এখন আলোচনার ভিত্তিতে দিক-নির্দেশনা তৈরি করা হবে।

কেবল 'এ' দলের কার্যক্রম নিয়েই নয়, ঘরোয়া লিগে আম্পায়ার বিনিময় নিয়েও একমত হয়েছে দেশ দু'টি। এ বছরই জাতীয় লিগে ওয়েস্ট ইন্ডিজ আম্পায়াররা দায়িত্ব পালন করতে পারেন বলে জানিয়েছেন সাজ্জাদুল আলম।

'এ' দলের দ্বি-পাক্ষিক সফর নিয়ে ভারত, পাকিস্তান এবং শ্রীলংকার সঙ্গেও সমঝোতা চুক্তি করবে বিসিবি। যদিও এরই মধ্যে ভারতের কেরালা এবং অন্ধ্র প্রদেশ রাজ্য দল বাংলাদেশ 'এ' দলের সঙ্গে খেলেছে।

"আম্পায়ারদের আন্তর্জাতিক মানে উন্নত এবং ঘরোয়া লিগে ক্রিকেটারদের বিদেশি আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে অভ্যস্ত হতেই এ ধরণের উদ্যোগ নিয়েছি আমরা,"বলেন সাজ্জাদুল আলম।


http://cricket.bdnews24.com/bangla/d...=55758#tp55743
Reply With Quote