View Single Post
  #1  
Old January 2, 2010, 03:41 PM
Eshen's Avatar
Eshen Eshen is offline
Cricket Guru
 
Join Date: August 27, 2007
Posts: 14,497
Default Mashrafe's interview


‘টেস্ট সিরিজ নিয়ে ভাবছি না’

হাঁটুর ইনজুরি আছে, কয়েক দিন ধরে জ্বর আর শ্বাসকষ্টেও ভুগছেন। কাল এই সাক্ষাত্কার দিতে গিয়ে তো অসুস্থই হয়ে পড়লেন একটু! ভারত-শ্রীলঙ্কার বিপক্ষে কাল থেকে শুরু সিরিজটা খেলতে পারবেন না বলে দারুণ হতাশ মাশরাফি বিন মুর্তজা, তবু স্বপ্ন দেখেন, যদি খেলা যায় এই সিরিজেই!

 আবার একটা সিরিজ, আবারও আপনি মাঠের বাইরে। কেমন লাগছে?
মাশরাফি বিন মুর্তজা: এই সিরিজটা খেলার খুব ইচ্ছা ছিল। ভালো দুটি দল খেলবে, অনেক দর্শক থাকবে। কামব্যাক সিরিজ হিসেবে নিজের কাছে নিজের অনেক প্রত্যাশাও থাকত। সবচেয়ে বড় কথা এই সিরিজে এমন দুটি দল আছে যারা খুব ভালো ক্রিকেট খেলছে এখন। আমার জন্য তাদের বিপক্ষে খেলাটা অনেক বড় চ্যালেঞ্জ হতো।্রচ্যালেঞ্জট নিতে পারলে ভালো লাগত। জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে না পারায়ও খারাপ লেগেছে, কিন্তু এতটা হতাশ ছিলাম না।

 ইনজুরির সর্বশেষ অবস্থা কী? মাঝখানে তো সবাই আশাবাদী হয়ে উঠেছিল আপনি হয়তো খেলবেন...
মাশরাফি: আমার কাছে মনে হচ্ছে আমি অনেকটা ফিট। তবে বল ডেলিভারি দেওয়ার সময় যে জাম্পটা দিতে হয়, ওটাতে অতটা আত্মবিশ্বাসী না এখনো। তবে ইনজুরির আগে যে অবস্থা ছিল সে অবস্থায় এখনো ফিরে আসিনি।

 এখন কী মনে হচ্ছে...কবে ফিরতে পারবেন মাঠে?
মাশরাফি: এখনো আশা করছি এই সিরিজের তিন নম্বর বা চার নম্বর ম্যাচটা খেলব। তার আগে নিজেকে ফিট প্রমাণ করতে হবে। হাতে অল্প সময়, এটাও একটা চ্যালেঞ্জ।

 ত্রিদেশীয় সিরিজের পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার ব্যাপারে কি আশাবাদী?
মাশরাফি: টেস্ট সিরিজ নিয়ে এখন কোনো চিন্তাই করছি না। এমনকি নিউজিল্যান্ড নিয়েও ভাবছি না।্রএ মুহূর্তে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলারই চিন্তাভাবনা।

 ভারতের বিপক্ষে সব সময়ই আপনার গুরুত্বপূর্ণ অবদান থাকে। এই সিরিজে ভারত আছে, আপনি নেই। বাড়তি কোনো হতাশা?
মাশরাফি: ভারত-শ্রীলঙ্কা দুটোই সমান দল। ভারতের বিপক্ষে হয়তো আগে ভালো খেলেছি, তবে ব্যাপার সেটা নয়। শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে যেবার ফাইনাল খেললাম, আমি ভালো খেলেছি। গ্রুপ পর্বের ম্যাচেও ভালো খেলেছি। আসলে বড় দলের বিপক্ষে খেলতেই বেশি ভালো লাগে, পারফর্ম করলে আরও বেশি। জিম্বাবুয়ের সঙ্গে ভালো খেলা আর শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে পারফর্ম করা অবশ্যই একই জিনিস না।

 আপনি না থাকলে বাংলাদেশের পেস আক্রমণ দুর্বল হয়ে পড়ে। এবার তো দলের সঙ্গে থেকে সবাইকে কাছ থেকে দেখলেন। কতটুকু আত্মবিশ্বাসী মনে হয় অন্য পেসারদের?
মাশরাফি: ভালো...আমার মনে হয় পেস আক্রমণ আগের চেয়ে অনেক ভালো। মনে হচ্ছে ওরা ভালো করবে। যাদের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা আছে, আশা করি তারা দায়িত্ব নিয়ে বল করবে।

 নতুন পেসার শফিউল ইসলামকে কেমন মনে হয়?
মাশরাফি: সুহাস (শফিউল ইসলাম) লিগে ভালো বল করছে। যদিও লিগে ভালো খেলা আর আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করা এক নয়, পার্থক্য অনেক। যত তাড়াতাড়ি ও ব্যাপারটা ধরতে পারবে ততই ভালো। এই সিরিজটা অনেক চ্যালেঞ্জিং ওর জন্য। তবে ‘এ’ দল বা একাডেমির হয়ে খেলার অভিজ্ঞতা আছে সুহাসের। আশা করি ভালো করবে।

 এই সিরিজে কী লক্ষ্য থাকা উচিত বাংলাদেশ দলের?
মাশরাফি: বাংলাদেশ যেমন ক্রিকেট খেলছে অবশ্যই উচিত হবে ফাইনালে যাওয়ার চেষ্টা করা। ভালো খেলার চেষ্টা তো করতেই হবে, সেটার সঙ্গে ভালো খেলে যাতে জেতা যায় সেই চেষ্টা করতে হবে। জানি, ফাইনাল খেলা অনেক কঠিন হবে বাংলাদেশের পক্ষে। প্রতিপক্ষ দুুটি দল নিজেদের মধ্যে খুব ভালো ক্রিকেট খেলে এখানে এসেছে। কিন্তু এর মানে এটা না যে ওদের হারানো যাবে না।

http://prothom-alo.com/detail/date/2...-03/news/32265
Reply With Quote