View Single Post
  #1869  
Old August 19, 2011, 07:24 PM
bdtiger bdtiger is offline
Banned
 
Join Date: March 2, 2010
Posts: 2,107

বলেছিলাম না, আশরাফুলকে দরকার? অথচ সত্য কথা বলার অপরাধে আমাকে কত কথাই না শোনতে হল। আমার ক্রিকেটজ্ঞান ও ক্রিকেটপ্রজ্ঞা কোন মানের, এবারে বুঝলেন? আবার প্রমাণিত হল, প্রাজ্ঞের কথা পুরাতন হলেই প্রমাণিত হয়।

সেই কবে থেকে ওকালতি করে আসছিলাম আশরাফুলের হয়ে। দেশে যদি ক্রিকেটার বলতে একজনও থাকে, সেটা সে। অথচ তাকে উপেক্ষা করে গেল ক্রিকেটজ্ঞানহীন কোচ ও অধিনায়ক। দুটো ম্যাচে খেলতে দিল যেন দয়া করে। তারা কেন বুঝে না, ব্যাটিং করার সময় যেমন সেটল হতে আশরাফুলের সময় লাগে (যদিও সেটল হবার আগেই সে প্যাভিলিয়নমুখী হয় বরাবর), একইভাবে তাকে দলে অভ্যস্ত হতে সময় দিতে হবে না? দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানকে এভাবে অবহেলা করে প্রকারান্তরে আমরা অবহেলা করছি দেশের ক্রিকেটকে।

একটা যুগ ছিল, যখন বাংলাদেশের ম্যাচ জেতা আর আশরাফুলের ব্যাটিং সমার্থক ছিল। এর পরে গুচ্ছের ম্যাচ উইনার এসেছে, কিন্তু তাই বলে আশরাফুলকে ভুলে যেতে হবে? ম্যাচের পর ম্যাচ নাহয় খারাপ পারফরমেন্সই করল সে, তাই বলে তাকে দলের বাইরে রাখতে হবে? ৪০-৫০ ম্যাচ খেললে অন্তত একটিতে সে অবদান রাখতে পারবে, তা নিয়ে সন্দেহ আছে? অথচ এই সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে। ফল দেখুন হাতেনাতে।

লেখার মাধ্যমে দলের ভেতরে কোন্দল বাধিয়ে, সাকিবকে আচ্ছামতে পেঁদিয়ে আমি আপ্রাণ চেষ্টা করে গেছি আশরাফুলকে খেলানোর। কিন্তু গুটিকয়েক ক্রিকেট-অর্বাচীনের হঠকারী সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেট আজ হুমকির মুখে। সেখান থেকে উত্তরণের পথ দেখাতে পারে একমাত্র আশরাফুল। এই একজন ক্রিকেটারই আমূল বদলে দিতে পারে বাংলাদেশের ক্রিকেটকে। অন্য কেউ নয়।


Source
Reply With Quote