View Single Post
  #1404  
Old October 23, 2011, 07:19 AM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524

শেকড়ে তামিম যেমন


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম
ছবি; বাংলানিউজটোয়েন্ট ফোর.কম
চট্টগ্রাম: শেকড়ের টানে কেউ ঘরে ফেরেন। কেউ কাজের প্রয়োজনে শেকড়ে ফেরেন। যে ভাবেই মিলন হোক, শেকড়ে ফেরার আনন্দই আলাদা।

তামিম ইকবাল খেলার টানে শেকড়ে। অতএব তিনি দ্বিতীয় সারিতে। খেলা এবং খেলা নিয়ে তাকে এত বেশি ব্যস্ত থাকতে হয়, ইচ্ছা থাকলেও খুব করে পরিবারের সান্নিধ্যে আসতে পারেন না। খেলাই তাকে কখনো কখনো পরিবারের কাছে নিয়ে আসে। পরিবার পরিজনের সঙ্গে দেখা হয়। ছোট বেলার খেলার সঙ্গীদের নিয়ে এক সন্ধ্যায় আড্ডা দেওয়া, দল বেঁধে কোন রেস্টুরেন্টে প্রিয় খাবার খেতে যাওয়া এসবও চলে। চট্টগ্রামে এলে যে নির্মল আনন্দ তিনি পান আর কোথাও তা নেই।

তামিম এখন চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলছেন। দুই দিন খেলা হচ্ছে না, অফুরন্ত অবসর। সুযোগ পেলেই চলে যান পরিবারের সঙ্গে দেখা করতে। মায়ের পরশমাখা হাতের ছোঁয়া নিতে। আর ছোট্ট ভাতিজা নামিম ইকবালের চাচ্চু ডাক শুনতে। ছোট বোনের সঙ্গে খুনসুটি করতেও বেশ লাগে।

রোববার টেস্টের তৃতীয় দিন পরিত্যক্ত ঘোষণার পর বাসায় গিয়েছিলেন তামিম। পুরো একটা বেলা কাটিয়েছেন। বাসায় থেকে মোবাইলফোনে বাংলানিউজকে বলছিলেন,“এখানে আসলে সত্যিই আমি প্রাণ ফিরে পাই। মায়ের কাছে আসতে ইচ্ছা করে। ভাতিজাকে দেখতে ইচ্ছে করে। ও কি দুষ্ট হয়েছে। অনেক কথা বলে।”

তামিমের একাগ্রতা নিয়ে প্রশ্ন নেই। ফর্ম ধরে রাখতে প্রয়োজনীয় সব করতে পারেন। এই তো ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি এবং প্রথম দুই ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পর নিজেকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেন। সবার আগে মাঠে গিয়ে ফিল্ডিং কোচ জেসন সুইফটকে নিয়ে নেটে ঘণ্টা ধরে ব্যাটিং করেছেন। অন্যদের শুরুর আগেই তামিম প্রস্তুতি সেরে ফেলেছেন। আবার দলের সবাই যখন ব্যাগ গোছাতেন তিনি তখন মাঠকর্মী বা ‘টিম বয়’ নাসিরের বলে ছয় মারার প্র্যাকটিস করেছেন। যদিও ঢাকাতেও তিনি একই নিয়মে চলেন।

পরিশ্রমের ফল হাতেনাতে পেলেন চট্টগ্রামে শেষ ওয়ানডেতে অপরাজিত ৩৬ রান করে। টেস্টের দেড় সেশনে দেখালেন অন্যরকম ব্যাটিং, প্রায় তিনঘণ্টা উইকেটে থেকে ১৪১ বলে খেলেছেন ৫২ রানের ইনিংস। এসবেও তামিমের প্রেরণা চট্টগ্রাম,“ঢাকায় ব্যাটিং হচ্ছিলো না, এখানে আসার পর পরিশ্রম করেছি। ফলও পেয়েছি। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম আমাকে অনেক সাহায্য করে। পরিবারের পাশাপাশি বন্ধুরা প্রেরণা যোগায়। কয়েকদিন চট্টগ্রামে থাকতে পারলে ঢাকায় ফেরার পরও মন ভালো থাকে। ওই যে মানুষ বলে না শেকড়ে আসলে সব যন্ত্রণা-অবসাদ কেটে যায়।”
Reply With Quote