View Single Post
  #59  
Old May 30, 2013, 05:48 PM
firstlane firstlane is offline
Banned
 
Join Date: March 8, 2010
Location: Melbourne
Posts: 2,838
Default প্রিমিয়ার ক্রিকেট লিগ হবে তো?

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কি আদৌ হবে এবার? সিসিডিএমের চেয়ারম্যান জালাল ইউনুসের উত্তর শুনে মনে হলো, ঘরোয়া ক্রিকেটে অভিভাবকত্ব করার জায়গাটাই হারিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড! ‘আমি এখনো আশাবাদী। ক্লাব ও খেলোয়াড়দের সহযোগিতা পেলে লিগ হবে’—বলেছেন সিসিডিএমের প্রধান।
হ্যাঁ, প্রিমিয়ার লিগ নিয়ে সংকট এখন যে জায়গায়, ক্লাব আর খেলোয়াড়দের ওপরই নির্ভর করছে এর ভবিষ্যৎ। বিসিবির করার নেই কিছুই। ঢাকার ক্লাব রাজনীতির সামনে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বরাবরই মেরুদণ্ডহীন। এবার সেটি একটু বেশিই প্রকাশ্য।
গ্রেডিং পদ্ধতি এবং খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়ার প্রক্রিয়া নিয়ে ক্লাব ও খেলোয়াড়েরা এখনো দুই বিপরীত মেরুতে। বোর্ড সূত্রের খবর, ক্লাবগুলো প্রস্তাবিত যে গ্রেডিং পদ্ধতি বোর্ডে জমা দিয়েছে, তাতে খেলোয়াড়দের পারিশ্রমিক খুবই কম। ‘এ’ প্লাস ২০ লাখ টাকা, ‘এ’ ১৫ লাখ, ‘বি’ প্লাস ১০ লাখ, ‘বি’ পাঁচ লাখ ও ‘সি’ মাত্র তিন লাখ টাকা করে।
ক্লাবগুলোর প্রস্তাবিত মূল্য নিয়ে কাল খেলোয়াড়দের সংগঠন কোয়াবের সহসভাপতি খালেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক দেবব্রত পালের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন সিসিডিএমের প্রধান জালাল ইউনুস। আলোচনায় কোয়াবের নেতারা ক্লাবের প্রস্তাবিত মূল্য প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।


Read more:
http://www.prothom-alo.com/detail/da...31/news/356497
Reply With Quote