View Single Post
  #78  
Old October 20, 2011, 12:47 PM
AbuDarda's Avatar
AbuDarda AbuDarda is offline
Test Cricketer
 
Join Date: September 12, 2011
Posts: 1,026

What a epic story! what a writing! what a memory and emotion! i am totally speechless after reading this,entire earliar history of bangladesh cricket! আমিও আমার ক্রিকেট স্মৃতি লিখতে চেয়েছিলাম,কিন্তু আপনার এই মহাকাব্য পড়ে লিখার সাহস হারিয়ে ফেলেছি! যাক তারপরও একটু চেষ্টা করিঃ আমি অনেক জুনিয়র,আপনার কাহিনী যেখানে শেষ হয়েছে আমারটা সেখান থেকে শুরু। ৯৬ এর উত্‍সবের কথা অল্প মনে আছে,তবে ক্রিকেট বুঝার মত বয়স তখনো হয়নি,৯৯এর বিশ্বকাপের খেলার কথা ভালই মনে আছে তবে খেলা দেখা শুরু করিনি তখনো। আমার খেলা দেখা শুরু ২০০৩ বিশ্বকাপ থেকে,প্রথম দেখেছিলাম সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডের ম্যাচ,গিবসের ১৪৪এ ৩০৬ করেও সাউথ আফ্রিকা হেরেছিল। আর বাংলাদেশ পুরোটা বিশ্বকাপে চরম হতাশায় ডুবিয়েছিল! বাংলাদেশের ধারাবাহিক বাজে খেলা আর প্রতিটা ম্যাচে পরাজয় দিয়ে আমার ক্রিকেট জীবন শুরু হয়। সেসময় আমাদের ব্যাটসম্যানদের প্রতিটা রান আমার কাছে কতটা যে মূল্যবান ছিল ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কেউ ফিফটি মারলেই আনন্দে আত্নহারা হয়ে যেতাম,কত যে স্বপ্ন দেখতাম! জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৪ এ প্রথম জয়ে কত যে আনন্দ পেয়েছিলাম! এরপর ইন্ডিয়াকে একটা ম্যাচে আফতাবের হাফ সেন্চুরিতে হারানোর পর আসে অষ্ট্রেলিয়ার বিপক্ষে সেই মহাকাব্যিক জয়! আশরাফুলের সেন্চুরি কত যে মহামূল্যবান মনে হত! ২০০৭এর বিশ্বকাপ হল আমার দেখা আর অনুভবের সেরা বিশ্বকাপ,ইন্ডিয়াক বলে কয়ে হারানোটা সারা জীবন ভুলতে পারবো না! এরপরও দুইটা বছর প্রচন্ড উত্তেজনা আর আবেগ নিয়ে ক্রিকেট দেখেছি,আইপিএলের উথান আর অষ্ট্রেলিয়ার হারিয়ে যাওয়ার পর থেকে ক্রিকেট নিয়ে অতটা উত্তেজনা আর কাজ করে না। এখনো খেলা দেখি,এমনকি মাঠেও যাই কিন্তু সেই আবেগটা আর নেই,সেই চরম আবেগীয় অনুভুতিটাকে আমি খুব খুব মিস করি! ইস সেই জীবনটাতে যদি আবার ফিরে যেতে পারতাম!!
Reply With Quote