View Single Post
  #1  
Old July 2, 2011, 08:39 AM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524
Default Congrats to our special Olympic team 2011

বিশেষ অলিম্পিকে আরো চারটি স্বর্ণপদক

Sat, Jul 2nd, 2011 5:48 pm BdST
এথেন্স, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিসের এথেন্সে বুদ্ধি প্রতিবন্ধীদের গ্রীষ্মকালীন বিশেষ আন্তর্জাতিক অলিম্পিক গেমসে আরো চারটি স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ।

শনিবার ফুটবলে একটি, বৌচিতে দুটি, ও দীর্ঘ লম্ফে একটি করে স্বর্ণপদক জয় করে বাংলাদেশ। দীর্ঘলম্ফে একটি রৌপ্য পদকও জেতে বাংলাদেশ।

বিশেষ অলিম্পিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ফুটবলে স্পেনকে ১১-১ গোলের ব্যবধানে হারিয়ে স্বর্ণ জয় করে বাংলাদেশ। স্পেন গতবারের চ্যাম্পিয়ান। প্রতিদলে খেলোয়াড় ছিলেন ১১ জন। এ ইভেন্টে ফুটবল দলের ১৬ খেলোয়াড়ই পদক পাবেন। সে হিসেবে একটি ইভেন্টেই স্বর্ণপদক হয় ১৬টি।

গ্রিসের অলিম্পিক স্টেডিয়ামে এই ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।

পিস এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত বৌচিতে দুটি স্বর্ণপদক জেতেন বাংলাদেশের কাফি উজ্জ্বল ও মনজুরুল ইসলাম। উজ্জ্বল বাহামাকে হারান, অপরদিকে মনজুরুল হারান পাকিস্তানকে।

ওয়াকা স্টেডিয়ামে অনুষ্ঠিত দীর্ঘ লম্ফে স্বর্ণ ও রৌপ্য দুটিই এসেছে বাংলাদেশের ঘরে। স্বর্ণ জয় করেন কানিজ ফাতেমা, আর রৌপ্য জেতেন তানজিনা ইসলাম তনু।

এর আগে শুক্রবার ব্যাডমিন্টন এককে আইনিনা আজিজ শাম্মী স্বর্ণপদক জিতেছেন। এদিন ব্যাডমিন্টন এককে রৌপ্য পদক জেতেন রাবেয়া খাতুন।

বুধবার বৌচিতে স্বর্ণপদক পেয়েছেন সাদিয়া আক্তার উর্মি। মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে রূপা জেতেন নুরুন্নাহার।

একই ইভেন্টে সবার আগে সাঁতার শেষ করেও রিভিউতে ডিসকোয়ালিফাই হওয়ায় স্বর্ণপদকবঞ্চিত হন আরেক প্রতিযোগী পারুল আক্তার।

সোমবার ছেলেদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণপদক জেতেন বাংলাদেশের মোহাম্মদ মাসুদ।

১৩তম বিশেষ অলিম্পিক শুরু হয়েছে ২৪ জুন চলবে ৪ জুলাই পর্যন্ত।

১৮০টি দেশের ৭ হাজারের বেশি প্রতিযোগী এতে অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৪০ জন।



Source




Reply With Quote