View Single Post
  #49  
Old October 3, 2010, 02:14 PM
roman's Avatar
roman roman is offline
Cricket Guru
BPL 2015 Fantasy Winner
 
Join Date: July 18, 2004
Location: New York
Favorite Player: Shakib, Tamim, Mash
Posts: 14,088

কাল থেকে শুরু হওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের মাইক্রোম্যাক্স সিরিজের ওপর রিলায়েন্স মোবাইল আইসিসি ওডিআই র‌্যাংকিংয়ের অনেক পরিবর্তন নির্ভর করছে। এ সিরিজের আগে ১৩২ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ১১৫ পয়েন্ট নিয়ে ভারত, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা রয়েছে দুই, তিন এবং চার নম্বর অবস্থানে। ১১২ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। র‌্যাংকিংয়ে ৫৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান নবম। এখন চলতি সিরিজে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২-এ সিরিজ জয় করে তাহলে এক লাফে ৫৩ থেকে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১০২-এ। আর এ পয়েন্ট বাড়ার ফলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে যাবে। সে ক্ষেত্রে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নেমে যাবে অষ্টম ও নবম স্থানে। অন্যদিকে ৪-১-এ নিউজিল্যান্ড বাংলাদেশকে হারালে পয়েন্ট ১১২ থেকে ১১০-এ নেমে আসবে। কিন্তু এ নেমে যাওয়া তাদের অবস্থানের কোনো হেরফের হবে না। কিন্তু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেকটিতে নিউজিল্যান্ড জিতলে তাদের রেটিং পয়েন্ট বেড়ে হবে ১১৪। ফলে তারা ইংল্যান্ডকে টপকে পঞ্চম স্থানে অবস্থান করবে। ঠিক ভারত, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার নিচে।
Reply With Quote