View Single Post
  #7  
Old February 17, 2006, 01:06 AM
babubangla's Avatar
babubangla babubangla is offline
Cricket Legend
 
Join Date: May 28, 2004
Location: TN, USA
Posts: 3,299

Quote:
Originally posted by Faceoff
bhaijaner kothokhon laaglo shob type korte?

অনুবাদের ভাষা ঠিক করতে কিছুটা সময় লেগেছে। কিন্তু টাইপ করতে কিন্তু একদমই সময় লাগেনি।
নতুন অভ্র ৩.০ ভার্সন এর ফনেটিক টাইপিং চেস্টা করে দেখেছো?
অবিশ্বাস্য রকম সহজ। তুমি যে বাংলিশ টাইপ করেছ—প্রায় একই কাজ।
তুমি লিখেছ
"bhaijaner kothokhon laaglo shob type korte?"
এখন হুবহু একই লেটারগুলো যদি কিবোর্ডে আমি অভ্র অন করে টাইপ করি তাহলে তা দেখাবে এরকমঃ "ভাইজানের কথখন লাআগ্ল শব টাইপ করতে" খুব একটা পার্থক্য কি?

আমার কম্পিউটারে বিজয় ইন্সটল করা আছে আজ প্রায় ৭/৮ বছর।
কিন্তু কোনদিন ঠিকমত একপাতা বাংলা টাইপ করতে পারিনি। কেন জানি খুব-ই কঠিন লাগতো।
কিন্তু অভ্র ৩.০ ফনেটিক টাইপিং পেয়ে সব জলে মত সহজ হয়ে গেছে।
Reply With Quote