View Single Post
  #4  
Old October 18, 2009, 08:31 AM
auntu's Avatar
auntu auntu is offline
Cricket Guru
 
Join Date: March 7, 2007
Location: elsewhere
Favorite Player: ZAR
Posts: 9,896

আশংকাটা আসলেই ভীতিকর। বার্মিজ আর্মির মুভমেন্ট অনেকদিন ধরেই চলছে। নিয়মিতভাবে রোহীঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। নানা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এদের মধ্যে দাগী অপরাধী ধরনের রোহীঙ্গাও রয়েছে।

আপাতত সেন্ট মার্টিনের কথা উল্লেখ করলেও সামগ্রিক ভাবে ভবিষ্যতের জন্য চট্টগ্রাম বন্দরও ঝুকির মধ্যে আছে।

কয়েকটি উল্লেখযোগ্য বিষয় আমলে নেয়া উচিতঃ

১। এই বছরে সংঘটিত তথাকথিত BDR বিদ্রোহ। যার দ্বারা BDR এর কাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। অসমর্থিত সূত্রে সামরিক বিশেষজ্ঞদের কাছে পাওয়া খবর অনুযায়ী এই হত্যাযজ্ঞের পরিকল্পনা নিঃসন্দেহে একজন 2 star General এর দ্বারা হয়েছে। ঘটনা প্রবাহ দেখে বিশেষজ্ঞদের তাই মনে হয়েছে।

২। গভীর সমুদ্রের সীমানা সংক্রান্ত বাংলাদেশ-ভারত-মায়ানমার বিরোধ।

৩। গত বেশ কয়েক মাস ধরে সিমান্তের কাছে বার্মিজ আর্মির মুভমেন্ট। বর্ডারে মায়ানমার কর্তৃক মাইন পোতার অভিযোগ।

৪। রোহীঙ্গা অনুপ্রবেশের হার উত্তোরত্তর বৃদ্ধি।

৫। মার্কিনীদের সাথে মায়ানমারের জান্তার সম্পর্ক উন্নয়ন। মার্কিনীদের মায়ানমার নীতির পরিবর্তনের সুস্পষ্ঠ ইঙ্গিত।

উপরোক্ত পয়েন্টগুলো একটি সমীকরনের ইঙ্গিত দিচ্ছে। সাম্ভাব্য পরিস্থিতি সামলানোর যথেষ্ঠ যোগত্যা কি বর্তমান সরকার দেখাতে পারবে? ইতিমধ্যেই দূর্বল রূপে চিহ্নিত পররাষ্ট্র মন্ত্রলায় এবং এর মাথা কি পারবে কূটনৈতিক এই চ্যালেঞ্জ নিতে?
__________________
﴾اَلَاۤ اِنَّ اَوۡلِيَآءَ اللّٰهِ لَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُوۡنَ ۖ ۚ‏ ﴿۶۲
"Listen, the friends of Allah shall have no fear, nor shall they grieve" (Yunus: 62)
Reply With Quote