View Single Post
  #75  
Old November 30, 2011, 12:39 PM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default বিপিএল থেকে বিসিবির প্রথম আয় ৩০ কোটি টাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট লিগ থেকে প্রথম বছরই ৩০ কোটি টাকা আয় করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি অর্থ দিতে রাজি হয়েছে এবং প্রতিযোগিতা মানসম্পন্ন ভাবে আয়োজনের প্রস্তাবনা পেশ করেছে তাদেরকেই বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানান কমিটির সদস্য সচিব সিরজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

বিপিএল আয়োজনের দায়িত্ব পেতে ভারতের তিনটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জেমন্ড, সলিউশন আন লিমিটেড ও শো টাইম প্রাথমিক ভাবে মনোনিতো হয়েছিলো। ১৬ নভেম্বর তাদের প্রস্তাবনা তুলে ধরার পর আইনগত এবং আনুসঙ্গীক দিক খতিয়ে দেখে বিসিবি। পরে তাদেরকে অর্থনৈতিক প্রস্তাব করতে বলা হয়। তিনটি প্রতিষ্ঠানের মধ্য থেকে সার্বিক বিবেচনায় যারা প্রথম হয়েছে বুধবারের সভায় তাদেরকেই বিপিএল আয়োজনের সত্ত্ব দেওয়ার সুপারিশ করেছে কমিটি। সলিউশন আন লিমিটেড এই দয়িত্ব পাচ্ছে বলে জানা গেছে।

বিপিএল কমিটির সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বাংলানিউজকে জানান,“বোর্ড সভায় অনুমোদনের পর নাম প্রকাশ করা হবে। অনুমোদনের আগেই প্রকাশ করা হলে অন্য প্রতিষ্ঠানগুলো হতাশ হবে।”

যে প্রতিষ্ঠানকেই দায়িত্ব দেওয়া হোক তারা ছয় বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হবে। প্রথম বছর ৩০ কোটিরও বেশি টাকা দেবে। আলমগীর জানান, প্রথম বছর শেষে হলে পরের বছর বেশি অর্থ দিতে হবে। এভাবে প্রতিবছরই আর্থিক মুনাফা করবে বিসিবি। তবে সেটা কি হারে বাড়ানো হবে তা জানা যায়নি।

প্রতিযোগিতা আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসবে। তবে নির্ধারিত দিনক্ষণ চূড়ান্ত হয়নি।



SOURCE
Reply With Quote