View Single Post
  #19  
Old October 3, 2011, 10:19 AM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default প্রস্তুতি ম্যাচ থেকে দল গোছাবেন মমতা মাবেন

খেলোয়াড়দের চেয়ে কোচের আত্মবিশ্বাস বেশি। দুই সপ্তাহের কোচিংয়ে আত্মবিশ্বাসের ভীতটা তৈরি হয়েছে। এক কথায় বাংলাদেশের মেয়েদের নিয়ে কাজ করে বেশ আনন্দ পাচ্ছেন জাতীয় দলের ভারতীয় কোচ মমতা মাবেন।

যদিও অনুশীনের বাইরে জাতীয় দলের মেয়েদের পরখ করে দেখার খুব একটা সুযোগ হয়নি মমতার। তাও হতে যাবে ভারত এবং শ্রীলঙ্কা সফরে। মঙ্গলবার সকালে ভারত যাচ্ছে জাতীয় মহিলা ক্রিকেট দল। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সৌরাষ্ট্র মহিলা দলের বিপক্ষে। সেখান থেকে শ্রীলঙ্কায় যাবে জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে।

প্রস্তুতি ম্যাচ হলেও মমতার জন্য ভারত এবং শ্রীলঙ্ক সফর খুবই গুরুত্বপূর্ণ। সোমবার বাংলানিউজকে এক সাক্ষাৎকারে জাতীয় দলের কোচ মমতা বলেন,“প্রস্তুতি ম্যাচ থেকে দলের সমন্বয় করা যাবে। যেটুকু সময় পেয়েছি অনুশীলনে গেছে। অনুশীলন দেখে একজন খেলোয়াড় সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া কঠিন। খেলা দেখলে একাদশ সাজাতে সুবিধা হয়। প্রস্তুতি ম্যাচ থেকে পরিষ্কার ধারণা পাওয়া যাবে, কে কতটা ভালো। চেষ্টা করবো ১৮ জনের সবাইকে খেলাতে। যাতে করে টুর্নামেন্টের জন্য সেরা ১৪ জনকে বেছে নেওয়া সম্ভব হয়।”

বিশ্বকাপের বাছাই পর্বের খেলা শুরু ১৪ নভেম্বর থেকে। বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে প্রায় মাসেরও বেশি সময় ধরে। যদিও প্রধান কোচ মমতা জাতীয় দলের সঙ্গে কাজ করছেন দুই সপ্তাহ’র কিছুটা বেশি সময়। বেসিক বিষয়ে নজর দিয়েছেন। মমতা দৃষ্টিতে,“অল্প সময়ে খুব বেশি পরিবর্তন করা সম্ভব নয়। সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। আগের চেয়ে অনেক ভালো মনে হচ্ছে। দলের ওপর পূর্ণ আস্থা আছে। আমাদের লক্ষ্য বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণ করা। আশা করি সেপর্যন্ত যেতে পারবো।”



SOURCE
Reply With Quote