View Single Post
  #1330  
Old August 15, 2011, 09:29 AM
roman's Avatar
roman roman is offline
Cricket Guru
BPL 2015 Fantasy Winner
 
Join Date: July 18, 2004
Location: New York
Favorite Player: Shakib, Tamim, Mash
Posts: 14,088

http://www.banglanews24.com/detailsn...53739&toppos=2

তবুও সংস্কার মেনে চলেন তামিম


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম


ঢাকা: খেলার আগের দিন কথা বলেন না তামিম ইকবাল। যুক্তি খেলায় মনযোগ থাকে। অনেকে এটাকে তামিমের ‘স্টাইল’ বলে মেনে নেন। অনেকে দেখেন কুসংস্কার হিসেবে। হবে একটা কিছু।

জিম্বাবুয়ের সংস্কারের কাছে বাংলাদেশের ক্রিকেটারদের কুসংস্কারগুলোর গালে যেভাবে চপেটাঘাত পড়েছে তাতে মুখ বন্ধ রেখেও কাজ হচ্ছে না। উল্টো সিরিজ শুরুর আগে তামিমের কথাগুলো এখনো মাঠ গরম করে রেখেছে। বিশেষ করে ‘অফ দ্যা ফিল্ড’ জলন্ত চুল্লি হয়ে আছে। বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে ধবলধোলাই হয়ে দেশে ফিরলেও সে উত্তাপ অনেক দিন থাকবে। জিম্বাবুয়ে ক্রিকেটাররা কিছু না বললেও ধারাভাষ্যকার এবং সাংবাদিকরা বিচ্ছিন্ন ঘটনাগুলো মনে করিয়ে দেবেন জাতীয় দলের মারকাটারি ওপেনারকে।

তামিমের সংস্কারের কথা ভুলে গিয়ে সোমবার ফোনে যোগাযোগ করে বোকা বনে যাওয়ার অবস্থা। ম্যাচ নিয়ে কিছু আলাপ করার আগেই বলেন,“ভাই আমি তো ম্যাচের আগের দিন কিছু বলি না। কাল (মঙ্গলবার) খেলার পরে ফোন দিলে যা জানতে চান তাই বলবো। তবে দোয়া করেন।”

তামিমদের জন্য বাংলাদেশ নামের ব দ্বীপের প্রতিটি মানুষ দোয়া করে কিন্তু ফায়দা হয় না। আসলে দোয়ার সঙ্গে দাওয়া লাগে কথাটা কেউ হয়তো মনে করিয়ে দেয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। মানুষের দোয়া কাজে লাগতো যদি মাঠে তামিমরা ভালো খেলতে পারতেন। ২০০৯ সালে যে তামিম সেঞ্চুরি হাঁকিয়েছেন জিম্বাবুয়েতে সেই দলের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন তিনি বিগত তিনটি ম্যাচে। কোথায় হারিয়ে গেছে তামিমের ব্যাটিং? শুধু তামিম একা নন পুরো দলের ব্যাটিংয়ে মরচে ধরেছে। জেমি সিডন্সের বিদায়ের পর রুগ্ন দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। স্টুয়ার্ট ল’র বিব্রত হওয়ার কথা। দায়িত্ব নেওয়ার পর তিনি দেখছেন তারুণ্যের খোলসে ঘাটের মরা সব ক্রিকেটারদের খেলছে বাংলাদেশ দলে।

কোচ নিজে বলেছেন বাংলাদেশের ক্রিকেটারদের স্কিলে কোন সমস্যা নেই। সমস্যা মানসিকতায়। অথচ বিশ্বকাপের আগে মনবিদ রেখে খেলোয়াড়দের মানসিক উন্নতি সাধণের চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ শেষ অমনি বিসিবিও ভুলে গেছে ক্রিকেটে ভালো করতে হলে ক্রিকেটারদের নিয়মিত খেলার মধ্যে রাখতে হয়। যে কোন আন্তর্জাতিক সিরিজের আগে ভালো প্রস্তুতির দরকার হয়। শুধু কন্ডিশনিং ক্যাম্প দিয়ে ক্রিকেট হয় না। ট্রেনার গ্র্যান্ট লুডেনের তত্ত্ববধানে একমাস ফিটনেস প্রশিক্ষণ হয়েছে। কিন্তু ক্রিকেট চর্চা হয়েছে ১৫ দিন। তাও বৈরি আবহাওয়ায় বিঘ্ন ঘটেছে। জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের গুগ্ন চেহারার জন্য ক্রিকেট কর্তাব্যক্তিদের কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন সাবেক ক্রিকেটাররা। কিন্তু তারা তো কাঠগড়ায় দাঁড়ান না, দাঁড় করান। কোচ, ম্যানেজার এবং দলনেতার প্রতিবেদন নিয়ে ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়নে বসবেন সিরিজ শেষে দল দেশে ফিরলে।


__________________
The mind is like a parachute, it only works when open.....Thomas Dewey
Reply With Quote