View Single Post
  #16  
Old May 19, 2011, 03:34 PM
Crickbang Crickbang is offline
Cricket Legend
 
Join Date: April 25, 2011
Posts: 2,485

Here's the latest of the earlier article from bdnews24.

The Daily Shamokal

কোচের সন্ধানে বিসিবি'র এজেন্ট নিয়োগ!

ফোর্ড-ল'র সঙ্গে বৈঠক


বিশেষ প্রতিনিধি

এই এজেন্টই সাকিব আল হাসানকে
কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে খেলার চুক্তি করে দিয়েছিলেন। এখন তিনিই বাংলাদেশ কোচ খোঁজার দায়িত্বপ্রাপ্ত। আজ তার মধ্যস্থতায় কেন্টের কোচ দক্ষিণ আফ্রিকান গ্রায়েম ফোর্ড আর লংকান দলের ভারপ্রাপ্ত কোচ অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট লর সঙ্গে সভায় বসছেন জালাল ইউনুস


'ভালো বলুন আর হাই প্রোফাইলের বলুন, আবেদন করে তেমন কেউ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচের চাকরি চাইবেন না_ বিষয়টি আমরাও বুঝি। তারপরও আনুষ্ঠানিকতা বলে কথা, আবেদন চেয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিজ্ঞাপন দিতে হয়। তাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।' বোর্ডের প্রভাবশালী এক পরিচালক এমন করেই বাংলাদেশ দলের চলমান হেড কোচ নিয়োগ প্রক্রিয়ার কথা জানিয়েছিলেন। ওদিকে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মের পর বিসিবির প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ জানিয়ে ছিলেন, ৬-৭ জন বাংলাদেশ দলের হেড কোচ পদের জন্য আবেদন করেছেন এবং তাদের মধ্যে দু'-একজন রয়েছেন পরিচিত। ব্যস, অতটুকুই। সঙ্গত কারণেই নাম বলেননি।

পরিচালক ও সিইও, একজন নীতিনির্ধারক, অপরজন দায়িত্ব পালনকারী। দু'জনের কথায় পার্থক্য তো থাকবেই। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। লন্ডনে অবস্থান করছেন বোর্ড পরিচালক জালাল ইউনুস। আনুষ্ঠানিকতার পথে যে বিসিবি হাঁটেনি সেটি স্পষ্ট লন্ডন থেকে দেওয়া জালাল ইউনুসের বক্তব্যে। তিনি জানিয়েছেন, বাংলাদেশ দলের জন্য শুধু হেড কোচ নয়, ভালো বোলিং-ব্যাটিং-ফিল্ডিং কোচও খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে ইংল্যান্ডে অবস্থানরত একজন এজেন্টকে। সেই 'এজেন্ট' অবশ্য জালাল ইউনুসদের কাছে অপরিচিত নন। এই এজেন্টই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে খেলার চুক্তি করে দিয়েছিলেন। এখন তিনিই বাংলাদেশ কোচ খোঁজার দায়িত্বপ্রাপ্ত। আজ তার মধ্যস্থতায় কাউন্টি দল কেন্টের বর্তমান কোচ উলমারের সহকারী দক্ষিণ আফ্রিকান গ্রায়েম ফোর্ড আর লংকান দলের ভারপ্রাপ্ত কোচ অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট লর সঙ্গে সভায় বসছেন জালাল ইউনুস। বিসিবি প্রস্তাব দেওয়ার পাশাপাশি তাদের কাছে জানতে চাইবেন চাহিদার কথা। বিসিবির সংক্ষিপ্ত তালিকায় সর্বশেষ সংযোজন ট্রেভর বেলিস। শ্রীলংকার এই সাবেক কোচের এজেন্টও নাকি যোগাযোগ করেছেন বিসিবির সঙ্গে। লন্ডনে আলোচনা হবে তার সঙ্গেও। হেড কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের মিক নিউয়েলের নামও।

সব মিলিয়ে আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে নয়, এজেন্টের মাধ্যমেই নতুন কোচের নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। তার কারণও সঙ্গত। গ্রামীণফোন-বিসিবি একাডেমীর কোচ হিসেবে রস টার্নারের নিয়োগ নিয়ে ছোটখাটো বিতর্ক হওয়ার পরই এজেন্ট দিয়ে জাতীয় দলের কোচ নিয়োগের সিদ্ধান্ত_ জানালেন বিসিবির এক পরিচালক। তার কথা, হাই প্রোফাইল কোচদের সবারই ব্যক্তিগত এজেন্ট রয়েছে। প্রয়োজন হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা তো আর কথা বলবে না। জালাল ইউনুসও হেঁটেছেন সেই পথে। বললেন, কোচ পেতে হলে আমাদের এজেন্টের মাধ্যমেই এগুতে হবে। আমরা একজন এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান, দক্ষিণ আফ্রিকান আর ইংল্যান্ডের হাই প্রোফাইল কোচের এজেন্ট হিসেবে কাজ করছেন।

বাংলাদেশ দলের হেড কোচ হবেন ব্যাটিং অভিজ্ঞতাসম্পন্ন। সে কারণেই কোচ নিয়োগে বিসিবির নির্ধারিত নীতিমালা, বিশেষজ্ঞ কোচ হিসেবে থাকবে হাই প্রোফাইলের একজন বোলিং কোচ। সেক্ষেত্রে কথা বলা হবে জেসন গিলেস্পি বা অ্যালান ডোনাল্ডের সঙ্গে। একজনকে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল_ জানালেন কোচ নিয়োগ প্রক্রিয়ায় সক্রিয় বিসিবির এক পরিচালক।

আকস্মিক সিদ্ধান্তে এজেন্টের মাধ্যমে কোচ নিয়োগের প্রক্রিয়ায় বাড়তি অর্থ ব্যয় হবে। টাকার অঙ্কে সেটি কমও নয়। এ নিয়ে নিন্দুকরা কথা উঠালে তার উত্তরটাও নাকি ঠিক করে রেখেছেন বিসিবির কর্মকর্তারা। এজেন্ট নিয়োগ করার ক্ষমতা বিসিবির রয়েছে। এটি সারাবিশ্বের প্রচলিত বৈধ প্রক্রিয়া। সবকিছু হয় অর্থের বিনিময়ে। এটিও অজানা নয় কারও। সেক্ষেত্রে পুরো ব্যয়টাই 'অপ্রত্যাশিত খাতে'র ব্যয় হিসেবেই দেখা হবে। পরিষ্কার উত্তর বিসিবির প্রভাবশালী এই পরিচালকের।



Ok alright, I will give Stuart a chance. See what he can do. He's the front-runner right now, even over Ford.
Reply With Quote