View Single Post
  #7388  
Old January 23, 2013, 04:33 PM
mufi_02's Avatar
mufi_02 mufi_02 is offline
BanglaCricket Staff
Editorial Team
 
Join Date: August 2, 2011
Location: NY
Favorite Player: Lara, Shakib
Posts: 8,002

Obsession over Shakib's wife and his private life is getting too much now. Shamim also asked him about his wife during presentation ceremony. Shakib kept his cool and didn't ask Shamim about Sheena.

http://www.prothom-alo.com/detail/da...24/news/323933

Quote:
পতি-নাম মুখে না আনার কুসংস্কার আছে। পত্নীর নামও কি! সাকিব আল হাসান শিশির এড়িয়ে চলে গেলেন কুয়াশায়। পরশু খেলা শেষের সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো—
‘আপনার শেষ ওভারটাতে একটু এলোমেলো বোলিং হচ্ছিল। একটা ফুলটস, একটা স্টাম্পের অনেক বাইরে। এটা কি ইচ্ছাকৃত, নাকি শিশিরের কারণে কোনো সমস্যা হচ্ছিল?’
সাকিব: নিজ থেকেই ও রকম বোলিং করছিলাম। কুয়াশার কারণে সমস্যা হয়নি।
—শিশিরকে কুয়াশায় ঢেকে দেওয়া আসলে প্রশ্নের ভেতর লুকিয়ে থাকা দুষ্টুমিটা বুঝে। সংবাদ সম্মেলন থেকে চলে যাওয়ার সময় সাকিব হাসতে হাসতে প্রশ্নকর্তাকে বলে গেলেন, ‘আপনি চালাক, আমিও কম চালাক না...।’
দিবারাত্রির ম্যাচে শিশির নিয়ে আলোচনা হতেই পারে। তবে সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা এসেছিল দুষ্টুমির ছলেই। নববিবাহিত সাকিবের স্ত্রী উম্মে আহমেদের ডাকনাম শিশির। পরশুর ম্যাচটা তিনি মাঠে বসে দেখেছেন বলে সাকিবের খেলায় শিশিরের প্রভাব পড়া অস্বাভাবিক নয়। সাকিব সেই ‘প্রভাব’ আড়াল করতেই ‘শিশির’কে কুয়াশায় ঢেকে থাকতে পারেন, যদিও সেটা করার কথা নয়। প্রভাব পড়ে থাকলেও তা ইতিবাচকভাবেই পড়েছে। ব্যাট হাতে ৩৭ রান, পরে মিতব্যয়ী বোলিংয়ে তামিম ইকবালের মহামূল্যবান উইকেট—শিশিরের প্রভাব তো ম্যান অব দ্য ম্যাচই বানিয়ে দিল সাকিবকে!
Reply With Quote