View Single Post
  #135  
Old March 4, 2011, 04:44 PM
roman's Avatar
roman roman is offline
Cricket Guru
BPL 2015 Fantasy Winner
 
Join Date: July 18, 2004
Location: New York
Favorite Player: Shakib, Tamim, Mash
Posts: 14,088

মাশরাফি বিন মুর্তজা লিখছেন প্রথম আলোয়

এমন পরাজয় ভাবতেই পারিনি


মাশরাফি বিন মুর্তজা

অসুস্থ স্ত্রীকে হাসপাতাল থেকে বাসায় এনে দুপুরে খেতে বসেছি। তামিম তখন আউট। খাওয়া শেষ না হতেই ৫ উইকেট নেই! এরপর তৈরি হয়ে মাঠে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছি। এক বন্ধুর ফোন—বাংলাদেশ অলআউট!
কী বলবেন একে? বেদনাদায়ক? আমার কাছে তো তাই। ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ ৫৮ রানে অলআউট। একটা রেকর্ড বোধ হয় আমরা করে ফেললাম। আমার মনে হয় না, এই বিশ্বকাপে বাংলাদেশের ৫৮-কে পেছনে ফেলে অন্য কোনো দল এর চেয়ে কম রানে অলআউট হবে!
কথাগুলো বলছি, কিন্তু বলতে গিয়ে বুকটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ক্রিকেটে খারাপ দিন আসবে। সব দলেরই আসে। কিন্তু তাই বলে এমন পরাজয় একেবারেই অপ্রত্যাশিত। আসলে আমাদের জন্য এই দিনটা খুবই কষ্টের গেল। ভাবতেই পারিনি, আমাদের ব্যাটিংটা এভাবে হুড়মুড় করে ভেঙে পড়বে।
হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ ভালো বল করেছে ধরে নিলাম। কিন্তু ওদের সুলিমান বেন এমন বোলার নয় যে ৪ উইকেট তুলে নেবে। যদিও শেষের দিকে উইকেট নিয়েছে সে, তার পরও বলব সুলিমান যখন টপাটপ উইকেট তোলে, তখন আমরা কেমন ব্যাটিং করলাম, তার একটা ছবি আপনি পাবেন।
আমি কঠোর কোনো শব্দ ব্যবহার করতে চাই না। তবে হ্যাঁ, এটা নিদ্বির্ধায় বলতে পারি, আমাদের ব্যাটিংটা বাজে হয়েছে। ব্যাটসম্যানরা কেউ দায়িত্ব নেয়নি। দায়িত্ব নিতেই হবে—এটাই হচ্ছে প্রথম কথা। তা ছাড়া বলব, তামিম-সাকিবের দিকে তাকিয়ে থাকলে চলবে না। দল সবার কাছেই কমবেশি পারফর্ম চায়। সেটি না পেলে দল এর ভুক্তভোগী হবেই।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত তামিম ও সাকিবের দুটি ফিফটি আর শফিউলের একটা স্পেল ছাড়া আমাদের প্রাপ্তি বলার মতো কিছু নেই। একটা দল হয়ে এখনো আমরা পারফর্ম করতে পারিনি। কিন্তু সামনে এগোতে হলে দল হিসেবে দাঁড়াতেই হবে। চাইব, কালকের দুঃস্বপ্নটা ভুলে আমাদের দল ঘুরে দাঁড়াক।
ভুলে যাচ্ছি না, দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা দারুণভাবে ফিরে আসি। আশা করব, এবারও সেটিই হবে। মুদ্রার দুটি পিঠই আমরা দেখলাম। আয়ারল্যান্ডের সঙ্গে জিতে আমাদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। কাল হেরে সেটি চলে গেছে তলানিতে। এখন কাজ হলো, এ অবস্থা থেকে বেরিয়ে আসা। এটাও একটা লড়াই।
চাপ শব্দটা ঘুরেফিরে আসছে। চাপের কাছেই কি আমরা ভেঙে পড়লাম? দেখুন, এই পর্যায়ে এসে আপনাকে চাপ সামলাতেই হবে। না হলে আপনি টিকতে পারবেন না। কাজেই চাপের ব্যাপারটাকে আমি বড় করে দেখতে রাজি নই। চাপ নামের কাঁটা আমাদের পায়ে বিঁধবে না, এটাই আমার প্রত্যাশা।
তবে বলতেই হচ্ছে, কালকের অমন পরাজয়ে আমাদের এগিয়ে চলার পথটা কঠিন হয়ে পড়ল। দাঁড়ান, এখনো কিন্তু শেষ হয়ে যায়নি সব। সবার কাছে তাই আমার আবেদন থাকবে—দলের পাশেই থাকুন, যেভাবে এত দিন ছিলেন।
__________________
The mind is like a parachute, it only works when open.....Thomas Dewey
Reply With Quote