View Single Post
  #27  
Old September 21, 2011, 09:50 PM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default বিপিএল’র দল ছয়টি, নিলামে ১৪৫ ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ‘বিপিএল’ কমিটি প্রথম সভাতেই অনেকটা এগিয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা।

২০১২ সালের ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে। ছয়টি দল নিয়ে হবে টুর্নামেন্ট। বিপিএল কমিটির সদস্য সচিব সিরাজউদ্দিন মো. আলমগীর বুধবার বাংলানিউজকে জানান,“ছয়টি ফ্রেঞ্চাইজ দল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। ছয় বছরের জন্য দলগুলোর নিলাম হবে। তিন বছর শেষে কোন ফ্রেঞ্চাইজি ইচ্ছে করলে দল বিক্রি করতে পারবে। ছয় বছর পর পুনরায় নতুন করে নিলাম হবে।”

সভায় সিদ্ধান্ত হয় দেশের ৭৫ জন এবং বিদেশের ৭০ জন খেলোয়াড় নিলামে তোলা হবে। দেশের খেলোয়াড় বাছাই করবে বিপিএল কমিটি। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি খেলোয়াড় নেওয়া হবে। সেখানেও বিপিএল কমিটির পছন্দ অপছন্দ থাকবে।

২৬ দিনের প্রতিযোগিতায় ডাবল লিগে ছয় দলের সর্বমোট খেলা হবে ৩৩টি। খেলা হবে দুটি ভেন্যু ঢাকা এবং চট্টগ্রামে।

টুর্নামেন্ট বিসিবির হলেও আয়োজন করবে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এ সম্পর্কে বিপিএল কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বাংলানিউজকে বলেন,“ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের জন্য শিগগিরই আমরা আন্তর্জাতিক বিজ্ঞাপন দেব। প্রতিযোগিতার আয়োজন, বিজ্ঞাপন যোগার থেকে প্রয়োজনীয় সবই করবে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। তার জন্য ওই প্রতিষ্ঠানকে সার্ভিস চার্জ দেওয়া হবে।”

বিপিএল’র নিলাম কোথায় হবে এখনো ঠিক হয়নি। সদস্য সচিব আলমগীর জানান, দেশেও হতে পারে বিদেশেও হতে পারে। বিসিবি যেখানে পছন্দ সেখানেই আয়োজন করবে তারা। তিনি বলেন,“আমরা আইনজীবী নিয়োগ দিয়ে প্রকল্প পত্র বিসিবিতে উপস্থাপন করবো। বিসিবি তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে।”



SOURCE
Reply With Quote