View Single Post
  #141  
Old June 26, 2012, 05:33 AM
cricheart's Avatar
cricheart cricheart is offline
Test Cricketer
 
Join Date: March 2, 2012
Location: Haowa Bhaban
Favorite Player: Any smart *** spot fixers
Posts: 1,591
Default তালিয়া বাজাও—জোরসে তালিয়া বাজাও


তালিয়া বাজাও—জোরসে তালিয়া বাজাও
সৈয়দ আবুল মকসুদ


ষাট-বাষট্টি বছর আগের সমাজ আর আজকের সমাজের মধ্যে বিরাট পার্থক্য। সেই ঢাকা শহরের সঙ্গে আজকের ঢাকা মহানগরের জীবনের তফাত পরিমাপ করা সম্ভব নয়। তখন জীবনের গতি ছিল মন্থর ও নিস্তরঙ্গ। রাজনীতি তো নয়ই, সমাজও দুর্বৃত্তায়িত ছিল না। লোমহর্ষক অপরাধের মাত্রা ছিল খুবই কম। তবু বিচ্ছিন্ন অপরাধ সংঘটিত হতো। আইনের শাসন ছিল। অপরাধী যে-ই হোক, তার পার পাওয়ার উপায় ছিল না। এমপির ছেলে হলেও নয়, মন্ত্রীর ভাই হলেও নয়। পুলিশ ও বেসামরিক প্রশাসন ছিল দক্ষ ও নিরপেক্ষ।
পঞ্চাশ এমনকি ষাটের দশকেও ছেলেধরার ভয় ছিল না মা-বাবার। বাড়ির উঠানে, সামনের রাস্তায় বা পাড়ার মাঠে নির্ভয়ে ছেলেমেয়েরা খেলাধুলা করত। অনেক দূরে স্কুলে যেত হেঁটে, একা অথবা দলবেঁধে। শিশু-কিশোরদের বিনোদনের ব্যবস্থাও ছিল একেবারেই অন্যরকম। টেলিভিশনের নাম জানত না অধিকাংশ মানুষ। কম্পিউটারের নাম তো কেউই নয়। টিভি সিরিয়াল দেখা ও ভিডিও গেম ছিল অজানা। গেম বা খেলাধুলার মধ্যে ছিল ফুটবল, শীতকালে ভলিবল, ব্যান্ডমিন্টন প্রভৃতি। বাচ্চারা খেলত গোল্লাছুট, কানামাছি ও নানারকম খেলা।
রাস্তায় যানবাহন ছিল সামান্য। কোনো দিন ডুগডুগি বাজিয়ে আসত বান্দরনাচঅলা। বিচিত্র তার পোশাক। কখনো বানরেরও গায়ে থাকত রঙিন জামা। প্লাস্টিকের চশমাও শোভা পেত বানরের চোখে। বান্দরনাচ দেখাতে ডুগডুগি বাজিয়ে ঘোষণা দিতেই এবাড়ি-ওবাড়ি থেকে কিলবিল করে বাচ্চারা গিয়ে জড়ো হতো রাস্তায় বা মাঠের মধ্যে। শৈশবের স্মৃতি মনে পড়ে। গিয়ে আমরা গোল হয়ে দাঁড়াতাম।
খুব জোরে বাজানো হতো ডুগডুগি। প্রস্তুত হয়ে যেত প্রশিক্ষণপ্রাপ্ত বানর।
বান্দরনাচঅলা ‘লাগ ভেলকি লাগ’ বলে হাঁক দিত। আমাদের উদ্দেশে বলত, ‘বাচ্চালোক, তালিয়া বাজাও।’ আমাদের পেয়ারাগাছের মরা ডালের মতো সরু হাত। পাতলা তালু। জোর কম। তালিতে আওয়াজ হতো অল্প। বান্দরনাচঅলা সন্তুষ্ট হতো না। রাগতভাবে বলত, ‘বাচ্চালোক, জোরসে তালিয়া বাজাও।’
সেকালে বান্দরনাচ দেখতে শিশু-কিশোরদের হাততালি দিতে হতো। এখন ভেলকি লাগার শেষ নেই এবং শিশুরা নয়, ষোলো কোটি মানুষ জোরসে তালিয়া বাজাচ্ছে প্রতিদিন।
বাংলাদেশে বহু নাগরিকের সাফল্য সত্যি সত্যি হাততালি দেওয়ার মতো। আমাদের নারীরা হিমালয়ের চূড়া জয় করেন রাষ্ট্রের আনুকূল্য ছাড়াই। তাঁদের সাফল্যের খুশিতে হাততালির রেশ মিইয়ে যেতে না যেতেই খবর এল ব্যর্থ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের রোল নম্বর ২৯? রাষ্ট্রের ব্যর্থতায় ব্যক্তির সাফল্য চাপা পড়ে যায়।
দুর্নীতিতে বহু বছর আমরা সবার ওপরে ছিলাম, এখন নাকি কানের কাছে আছি। কান আর মাথা একই। মিথ্যাচারী ও চাপাবাজ রাষ্ট্রের তালিকা তৈরি করেনি এখনো কোনো আন্তর্জাতিক সংস্থা। করলে এক নম্বর হওয়ার শিরোপা বাংলাদেশ ছাড়া যে আর কোনো দেশ পেতেই পারে না, তাদের আর যত দোষই থাকুক, তা হলফ করে বলা যায়। জনগণকে প্রতারিত করতে, ধোঁকা দিতে, কোন রাষ্ট্র সবচেয়ে দক্ষ? কোনো চিন্তা না করে যে কেউ জবাব দেবে: বাংলাদেশ। রাষ্ট্রীয় সম্পদ অপচয় ও লুণ্ঠনে কোন দেশের মানুষ দক্ষতার দিক থেকে পৃথিবীতে এক নম্বর?—বাংলাদেশ।
বাঙালি আজ কত বিষয়ে যে এক নম্বর, তা বলে শেষ করা যাবে না। কোন দেশে সবচেয়ে কম সময়ে সরকারি দলের লোকেরা সবচেয়ে বেশি বিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি পেয়েছে? সবাই হাত উঁচু করবে: বাংলাদেশ। কোন দেশে এক অর্থবছরে সবচেয়ে বেশি ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে ‘রাজনৈতিক বিবেচনায়’ শুধু সরকারি দলের ধনকুবেরদের? তারস্বরে উত্তর আসবে: বাংলাদেশ। কোন দেশে জনপ্রশাসনে দলের সমর্থকদের হপ্তায় হপ্তায় প্রমোশন দেওয়া হয়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কোন দেশে বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দেওয়া ওএসডি কর্মকর্তার সংখ্যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি? এ প্রশ্নের উত্তর মানুষ তো দূরের কথা, তোপখানা রোড ও নবাব আবদুল গণি রোডের গাছগুলো পর্যন্ত জানে। কোন দেশের মানুষের দেশপ্রেম সীমাহীন এবং স্বাধীনতা শব্দটি মিনিটে লাখ লাখবার উচ্চারণ করে? এ প্রশ্নের উত্তর শুধু টিভির দর্শক-শ্রোতা নয়, দুগ্ধপোষ্য শিশুও জানে। সুতরাং জোরসে তালিয়া বাজানোর মতো উপলক্ষ আজ বাঙালির জীবনে অগণিত।
একটি সৎ, শিক্ষিত, দক্ষ, উন্নত জাতি মাটি ফুঁড়ে বের হয় না। তা বহু যুগের সাধনায় সৃষ্টি হয়। সে জন্য সবার আগে দরকার দেশের মানষকে যুগের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলা। দক্ষ প্রশাসনের জন্য দক্ষ জনশক্তি দরকার। দক্ষ জনশক্তির জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা। যেসব দেশ আজ উন্নত, তারা বহুকাল যাবৎ শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ ব্যয় করে আসছে। বাজেটে বাংলাদেশে শিক্ষার স্থান তৃতীয়, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় জনপ্রশাসনকে, যা সম্পূর্ণ অনুৎপাদনশীল। আগামী বছরের বাজেটে জনপ্রশাসনের কর্মকর্তাদের সুখ স্বাচ্ছন্দ্যের পেছনে রাষ্ট্র ব্যয় করবে সবচেয়ে বেশি অর্থ। জনশিক্ষা ও উচ্চশিক্ষার গুরুত্ব তিন নম্বরে।
যে সরকারি কর্মকর্তাদের পেছনে রাষ্ট্রের এত দরদ, সেই জনপ্রশাসনের অবস্থা শোচনীয়। একটি সময় বাংলাদেশের আমলারা দক্ষতায় ও যোগ্যতায় ছিলেন কমনওয়েলথ দেশগুলোর যে কারও সমকক্ষ, আজ তাঁরা খুব কম দেশের কর্মকর্তাদের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখেন। স্বাধীনতার আগে যে তীব্র প্রতিযোগিতার ভেতর দিয়ে নিয়োগ দেওয়া হতো, তা আর হয় না। মেধাবীরা আসতে চান না। অযোগ্য দলীয় ক্যাডারদের ধাক্কায় তাঁরা টিকতে পারেন না। তার পরও প্রতিযোগিতা ও যোগ্যতায় যাঁরা টিকে যান, তাঁদের উন্নতির পথ সহজ হয় না। তাঁরা দেখতে পান চোখের সামনে কীভাবে ক্ষমতাসীন দলের ক্যাডার বা চাটুকারেরা তরতর করে তাঁদের ডিঙিয়ে ওপরে উঠে যাচ্ছেন। রাষ্ট্রে অভিভাবকহীন যোগ্যদের পাশে দাঁড়ানোর নেই কেউ। ফলে প্রশাসনে দেখা দিয়েছে চরম স্থবিরতা।
দক্ষ ও সৎ প্রশাসন ছাড়া খুব নীতিবান ও যোগ্য রাজনীতিকেরাও দেশ চালাতে পারেন না। আজ যেসব দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত এবং অত্যন্ত সুষ্ঠুভাবে কার্যকর, সেসব দেশে সরকারি কর্মকর্তারা খুবই দক্ষ। রাজনীতিক ও জনপ্রতিনিধিদের দুর্বলতা বা যেকোনো রকম ঘাটতি তাঁরা পূরণ করে দেন। বাংলাদেশে রাজনীতিকদের যোগ্যতার ঘাটতির সঙ্গে আমলাদের অদক্ষতা যোগ হয়ে এমন এক শূন্যতার সৃষ্টি করেছে, যার পরিণাম ব্যর্থ রাষ্ট্রের বেদিতে স্থান পাওয়া।
যাঁরা সরকারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন আরম্ভ করেন, তাঁরা প্রত্যাশা করেন মেধা ও যোগ্যতার বলে পদোন্নতি পেয়ে একদিন খুব উঁচু পদ পাবেন। সব সময় জ্যেষ্ঠতাই চাকরিতে পদোন্নতির মাপকাঠি নয়। কিন্তু সকল দেশের সেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবো নাকো মোরা, যেখানে ১৭০ জন জ্যেষ্ঠ জেলা জজকে ডিঙিয়ে এক পরম ভাগ্যবান পদোন্নতি পেয়ে আইনসচিব নিযুক্ত হন। জেলা জজদের জ্যেষ্ঠতার তালিকায় তাঁর ক্রমিক নম্বর ৩৮৩। তাঁর নেই স্নাতকোত্তর আইনের ডিগ্রি। মহামান্য সরকার বলবেন, জ্যেষ্ঠতা নেই, ডিগ্রি নেই তো কী হয়েছে? তাঁর ওপরের ১৭০ জনই তো অযোগ্য ও অপদার্থ। তাঁদের মধ্যে তিনিই শুধু পদার্থ এবং রত্ন। তা ছাড়া ডিগ্রির কথা? রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের কোন ডিগ্রিটা ছিল? এসএসসি পর্যন্ত তাঁরা পাস করেননি। পরীক্ষা দিলেও যে জিপিএ-৫ পেতেন, তা মনে করার কোনো কারণ নেই।
আইনসচিবের যিনি দায়িত্ব পেয়েছেন, জেলা জজ হিসেবে তাঁর যোগ্যতার একটি দৃষ্টান্ত সংবাদপত্রের লোকেরা উল্লেখ করেছেন। বিনা অপরাধে এক হতভাগ্যকে তিনি কলমের এক খোঁচায় দিন দশেক নয়, ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। ফ্রান্স, সুইজারল্যান্ড বা ব্রিটেন হলে তাঁকেই জেল খাটতে হতো। অকারণে একটি লোককে ছয় বছর জেলের ভাত খাওয়ানো চাট্টিখানি কাজ নয়। মাস দুই আগে তিনি ছাড়া পেয়েছেন। ১৭০ জনকে পরাজিত করে এভারেস্ট বিজয়ী এই বীরের সুখবর শুনে নিশ্চয়ই সেই ‘আসামি’ খুশিতে তালিয়া বাজাবেন না।
খবরে জানা গেছে, তাঁকে নিয়োগের আগে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করা হয়নি। ‘এই নিয়োগের ফলে প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের একাধিক রায়ের লঙ্ঘন ঘটেছে।’ এই সুযোগ্য অতি মেধাবীকে হাইকোর্টের একটি বেঞ্চ ‘অদক্ষতার কারণে’ গত বছর ‘তিরস্কার’ করেছিলেন। তিনিই রাষ্ট্রকর্তৃক পুরস্কৃত হলেন। সুতরাং তাঁর নিয়োগে ‘বিচারবিভাগীয় কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার’ হলেও ভাগ্যবানের শ্বশুরবাড়ির লোকেরা খুশিতে জোরসে তালিয়া বাজাবেন।
মহাজোট সরকার সাড়ে তিন বছরে যত কর্মকর্তাকে প্রমোশন দিয়েছে, সেন ও পাল রাজাদের সময় থেকে আলিবর্দীর সময় পর্যন্ত কোনো সরকারের সময় অত কর্মকর্তা পদোন্নতি পাননি। পদ নাই তো কুচ পরোয়া নাই। পদোন্নতি দিয়ে ওএসডি করো। তাকে কাজ করতে হবে না। ভিজিটিং কার্ডটা শুধু নতুন করে ছাপলেই হবে। যুগ্ম থেকে অতিরিক্ত সচিব হলেন। বসে রইলেন একই চেয়ারে। একই পদে। তাঁর দায়িত্বের কোনো পরিবর্তন হলো না। শুধু নতুন কার্ডে স্বর্ণাক্ষরে মুদ্রিত হলো, যে পদেই আমি কাজ করি না কেন, আমি কিন্তু ‘অতিরিক্ত সচিব’। যার নাম রাষ্ট্রীয় অনাচার।
সরকারি কর্মকর্তাদের হতভাগ্য জনগণ ঘুষ দিতে বাধ্য, কিন্তু সরকার আমলাদের ঘুষ দেবে কেন? দলীয় বিবেচনায় প্রমোশন দেওয়া স্রেফ ঘুষ দেওয়া। এ-জাতীয় রাশি রাশি পদোন্নতির তাৎপর্য হলো এই: প্রমোশন দিয়ে বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছি, দুই বছরের মধ্যে উপসচিব থেকে সচিব করেছি, নির্বাচনের সময় যা যা করার তা করবে। মনে রেখো, যুগ্ম সচিবও হতে পারতে না, এখন ছেলেমেয়েরা বলবে, বাবা সচিব ছিলেন।
জনপ্রশাসনে যা ছিল না, থাকার কথা নয়, তা যোগ করা হয়েছে সংসদে কোনো রকম আলোচনা না করেই। জিয়াউর রহমান দেখলেন, মশিউর রহমান যাদু মিয়াকে দরকার, কিন্তু প্রধানমন্ত্রীর পদটা তাঁর জন্য একটু বেশি হয়ে যায়। আবার কিছু না দিলেও চলে না। উপহার দিলেন একটি পদ: ‘সিনিয়র মিনিস্টার’। জিয়ার দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে মহাজোট সরকার সৃষ্টি করেছে ‘সিনিয়র সচিব’-এর পদ। একটি নয়, আটটি। মহাজোটের আদর্শ অনুসরণ করে ১৮ দলীয় মেগাজোট ১৮টি দলীয় কর্মকর্তাকে ‘সিনিয়র সচিব’ বানাবে না, তা অবিশ্বাস করার মতো মূঢ় ও সংশয়বাদী আমি নই।
গত দেড় শ বছর মানুষ চিন্তাই করেনি, পুলিশের আইজির পদমর্যাদা কী? তিনি স্বরাষ্ট্রসচিবের ওপরে না অধীনে, নাকি সমপর্যায়ের, তা কোনো বিবেচ্য বিষয় নয় জনগণের কাছে। তাঁর পদটি অত্যন্ত সম্মানের ও গুরুত্বপূর্ণ পদ। তাঁকে থ্রি-স্টার জেনারেলের ব্যাচ পরালেই তাঁর গুরুত্ব বাড়ে না।
এই বাংলার মাটিতে যে সরকারের হাতে যারা প্রমোশন পান, তাঁরা আমৃত্যু সেই সরকারের স্বার্থ রক্ষা করেন না। যখন যার, তখন তার। কারণ ‘নিমক হারাম’ শব্দটি মীরজাফর আর উমি চাঁদদের সময় থেকেই বহুল প্রচলিত। নিমক হারামের আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ আমলার সংখ্যা কী বিপুল, তা ১৫ আগস্ট সন্ধ্যাবেলা বঙ্গভবনে এবং ১৬ আগস্ট সকাল নয়টায় সচিবালয়ে দেখা গিয়েছিল।
আজ বাংলাদেশে ওএসডি কর্মকর্তার সংখ্যা যত, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা ও সোহরাওয়ার্দীর সময় শুধু বাংলায় নয়, বাংলা, বিহার, উড়িষ্যায় সব কর্মকর্তার সংখ্যাও অত ছিল না। ওএসডি কর্মকর্তাদের অবস্থা ঘরজামাইদের মতো। ঘরজামাই যেমন শ্বশুরবাড়িতে খায়-দায় আর ঘুরে বেড়ায়, ওএসডি কর্মকর্তারা রাষ্ট্রের তহবিল থেকে বেতন-ভাতা, গাড়িবাড়ি সব পান, কিন্তু কোনো কাজ নেই। শালীকে নিয়ে কক্সবাজার, রাঙামাটি, সেন্ট মার্টিন ঘুরে বেড়ান এবং জ্যৈষ্ঠ মাসে ঘুরে আসেন চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুর।
আমাদের ৮০ লাখ শ্রমিক বিদেশে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করছেন দেশের জন্য। পৃথিবীর যেসব দেশে কর্মকর্তার ঘাটতি আছে, সেখানে আমাদের ওএসডি বাহিনীকে ডেপুটেশনে পাঠানো যায় কি না, তা জনপ্রশাসন এবং শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ভেবে দেখতে পারে। জনগণের টাকায় ঘরজামাই পোষা যায় না।
বিধাতা জনগণকে দুখানা হাত দিয়েছেন কাজ করার জন্য, মোনাজাত করার জন্য এবং করতালি দেওয়ার জন্য। দেশটা ভালো চলুক সে জন্য হাত উঁচু করে জনগণ প্রার্থনা করে। সরকারের ভালো কাজে নিজের থেকেই জনগণ করতালি দেয়। কিন্তু সরকারের যেসব কাজ রাষ্ট্রের ক্ষতি করে, জনগণের অমঙ্গল করে, সেসব কাজে জনগণ সমর্থনসূচক তালিয়া বাজাতে পারে না। যতই সন্ধ্যা সাতটায় টিভির পর্দা থেকে বলা হোক: তালিয়া বাজাও, জোরসে তালিয়া বাজাও।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।


http://www.prothom-alo.com/detail/da...26/news/268789
Reply With Quote